ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর পাশে ইউনিসেফ

  • আপডেট সময় : ০৯:৪৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে

নাহিয়ান আরাফ আয়ান : বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬ লাখ শিশুসহ ৪০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ জানায়, শিশুদের সুরক্ষা এবং জরুরি পানি ও স্বাস্থ্য উপকরণ প্রদানে তারা মাঠ পর্যায়ে কাজ করছে। পানিবাহিত মারাত্মক রোগ থেকে বাঁচতে শিশুদের এখন নিরাপদ খাবার পানি প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউনিসেফ ইতোমধ্যেই বন্যা কবলিত এলাকায় চার লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাঠিয়েছে, যা দিয়ে ৮০ হাজার পরিবারের এক সপ্তাহ চলবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানির পাত্র এবং নারী ও কিশোরীদের জন্য স্বাস্থ্য উপকরণ বিতরণসহ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের জরুরি কার্যক্রমে আরও সহায়তা প্রদানেও ইউনিসেফ কাজ করছে। জেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য জরুরি ওষুধও কিনছে ইউনিসেফ। সংস্থাটি জানায়, সিলেট বিভাগে ৯০ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র জলমগ্ন হয়ে পড়েছে, যেখানে পানিবাহিত রোগের প্রকোপ বেড়েই চলেছে। শিশুরা পানিতে ডুবে যাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে, যা ইতোমধ্যেই দেশে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ। পানি কমার আগে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।-সৌজন্যে : বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর শিশু সাংবাদিকতা বিভাগ ‘হ্যালো’।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর পাশে ইউনিসেফ

আপডেট সময় : ০৯:৪৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

নাহিয়ান আরাফ আয়ান : বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬ লাখ শিশুসহ ৪০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ জানায়, শিশুদের সুরক্ষা এবং জরুরি পানি ও স্বাস্থ্য উপকরণ প্রদানে তারা মাঠ পর্যায়ে কাজ করছে। পানিবাহিত মারাত্মক রোগ থেকে বাঁচতে শিশুদের এখন নিরাপদ খাবার পানি প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউনিসেফ ইতোমধ্যেই বন্যা কবলিত এলাকায় চার লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাঠিয়েছে, যা দিয়ে ৮০ হাজার পরিবারের এক সপ্তাহ চলবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানির পাত্র এবং নারী ও কিশোরীদের জন্য স্বাস্থ্য উপকরণ বিতরণসহ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের জরুরি কার্যক্রমে আরও সহায়তা প্রদানেও ইউনিসেফ কাজ করছে। জেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য জরুরি ওষুধও কিনছে ইউনিসেফ। সংস্থাটি জানায়, সিলেট বিভাগে ৯০ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র জলমগ্ন হয়ে পড়েছে, যেখানে পানিবাহিত রোগের প্রকোপ বেড়েই চলেছে। শিশুরা পানিতে ডুবে যাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে, যা ইতোমধ্যেই দেশে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ। পানি কমার আগে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।-সৌজন্যে : বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর শিশু সাংবাদিকতা বিভাগ ‘হ্যালো’।