নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াজাতকারী কোম্পানি প্রাণ-এর ১৮ ক্যাটাগরির ৯৬টি পণ্য বিএসটিআইয়ের ‘হালাল সনদ’ পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ জানায়, বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাণ- এর সহযোগী প্রাণ অ্যাগ্রো লিমিটেডের এসব পণ্যকে সনদ দেওয়া হয়। সরকারের মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এই সনদ দেয়। প্রাণ অ্যাগ্রোর পক্ষে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছ থেকে এই সনদ গ্রহণ করেন। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পণ্যের অধিকতর গ্রহণযোগ্যতা তৈরি করতে দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে হালাল সনদ দেওয়ার উদ্যোগ নেয় বিএসটিআই। শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিএসটিআইয়ের মহাপরিচালক আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::