নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে আন্দোলনে করেছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেই আন্দোলন থেকে আটক হন ৫৪ নেতাকর্মী। তাদের মুক্তির দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
গতকাল সোমবার এ স্মারকলিপি দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় স্মারকলিপি প্র্রদান কর্মসূচির সঙ্গে সংহতি জানাতে সুপ্রিম কোর্টে আসেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লা চৌধুরী ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েত সাকী।
আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজীজ উলফাত, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, মুস্তাফিজুর রহমান ইরান। এর আগে দুপুর সোয়া ১টার দিকে তারা সুপ্রিম কোর্টের মাজার গেট দিয়ে স্মারকলিপি নিয়ে সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশ করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। মোদীবিরোধী আন্দোলনে বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতির কাছে ৫৪ জনের মুক্তি চান জাফরুল্লাহ-সাকি-নুর
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ