ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

  • আপডেট সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়াতে আগামীকাল বুধবার থেকে প্রতিদিন সন্ধ্যায় ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুতের চাহিদা যখন সর্বোচ্চ থাকে, সেই ‘পিক আওয়ারে’ বিকেল ৫টা থেকে রাত ১১টা পযন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখতে হবে। আগামীকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন উপ-প্রধান তথ্য কর্মকর্তা ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। বর্তমানে দেশে ৬৫৪টি সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকে। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় গ্যাসের সঙ্কট তীব্র আকার ধারণ করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুতকেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে ১৯ জুলাইয়ে বৈঠকে সিএনজি স্টেশনগুলো ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। গ্যাসের স্বল্পতার কারণে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না বলে পেট্রোবাংলার হিসাব এসেছে। সোমবার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদার বিপরীতে মাত্র ৪১ শতাংশ সরবাহ করা যাবে বলে পেট্রোবাংলার হিসাবে দেখা যাচ্ছে। এদিন বিদ্যুৎ উৎপাদনের জন্য চাহিদা রয়েছে ২২৫২ মিলিয়ন কিউবিক ফিট গ্যাসের। কিন্তু সরবরাহ করা হবে ১০৮৭ মিলিয়ন কিউবিক ফিট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হমিদ বিপু বলেছেন, চলমান গ্যাস সঙ্কট নিরসনে দেশের ভেতরে অনুসন্ধান ও উত্তোলন এবং আমদানি করে চাহিদা মেটানোর চেষ্টা করে যাচ্ছে সরকার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

আপডেট সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়াতে আগামীকাল বুধবার থেকে প্রতিদিন সন্ধ্যায় ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুতের চাহিদা যখন সর্বোচ্চ থাকে, সেই ‘পিক আওয়ারে’ বিকেল ৫টা থেকে রাত ১১টা পযন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখতে হবে। আগামীকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন উপ-প্রধান তথ্য কর্মকর্তা ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। বর্তমানে দেশে ৬৫৪টি সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকে। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় গ্যাসের সঙ্কট তীব্র আকার ধারণ করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুতকেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে ১৯ জুলাইয়ে বৈঠকে সিএনজি স্টেশনগুলো ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। গ্যাসের স্বল্পতার কারণে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না বলে পেট্রোবাংলার হিসাব এসেছে। সোমবার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদার বিপরীতে মাত্র ৪১ শতাংশ সরবাহ করা যাবে বলে পেট্রোবাংলার হিসাবে দেখা যাচ্ছে। এদিন বিদ্যুৎ উৎপাদনের জন্য চাহিদা রয়েছে ২২৫২ মিলিয়ন কিউবিক ফিট গ্যাসের। কিন্তু সরবরাহ করা হবে ১০৮৭ মিলিয়ন কিউবিক ফিট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হমিদ বিপু বলেছেন, চলমান গ্যাস সঙ্কট নিরসনে দেশের ভেতরে অনুসন্ধান ও উত্তোলন এবং আমদানি করে চাহিদা মেটানোর চেষ্টা করে যাচ্ছে সরকার।