নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান থানাধীন কোটবাড়িতে পুলিশের ওপর হামলা করে পালিয়েছে এক মাদক ব্যবসায়ী।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে কোটবাড়ি চেকপোস্ট এলাকায় এ হামলা হয়। দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান জানিয়েছেন, কোটবাড়ি এলাকায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে যান এএসআই ওয়াসিমসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় ওই মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা রেল লাইনের পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। এতে এএসআই ওয়াসিম ও তিন কনস্টেবল আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই মাদক ব্যবসায়ী ও তার সঙ্গীরা পালিয়েছে। তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদ শিরোনাম ::
পুলিশের ওপর হামলা করে পালালো মাদক ব্যবসায়ী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ