নিজস্ব প্রতিবেদক : পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটকে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করল বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড। গত ২০ থেকে ২৪ জুন পর্যন্ত সিলেটের জালালাবাদে এ প্রশিক্ষণ পরিচালিত হয়।
পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কাউন্টার টেরোরিজমের বিস্তারিত জ্ঞান, ক্লোজ কোয়ার্টার ব্যাটেল এবং কাউন্টার টেরোরিজম ফায়ারিংয়ের উপর বিশেষ জ্ঞান বিনিময়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
এই প্রশিক্ষণে বাংলাদেশ পুলিশের ১ জন এসপি, ১ জন এসআই, ৪ জন এএসআই এবং ১৮ জন কনস্টেবল অংশগ্রহণ করেন।
গত ২৪ জুন প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠানে প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মুহসিন আলম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের সোয়াট টিমের এসপি সানোয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সংবাদ শিরোনাম ::
পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটকে সেনা প্যারা কমান্ডোর প্রশিক্ষণ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ