ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

পুতিনের সেনা সমাবেশের ঘোষণার প্রতিবাদ, আটক ১৩০০

  • আপডেট সময় : ০১:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে

আল-জাজিরা : ইউক্রেনে চলমান সামরিক অভিযানে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তার এ সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার স্বাধীন মানবাধিকার সংগঠন ওভিডি-ইনফো জানায়, গত বুধবার (২১ সেপ্টেম্বর) রাশিয়ার প্রধান দুটি শহর মস্কো এবং সেন্ট পিটার্সবাগসহ ৩৮টি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্তত ১৩০০ বিক্ষোভকারীকে আটক করেছে।
আন্দোলনকারীরা পুতিনের সিদ্ধান্তের বিরোধিতা করে ‘যুদ্ধ নয়!’ এবং ‘আমাদের সন্তানদের জীবন’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। বুধবার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন পুতিন। ভাষণে তিনি আরও সেনা সমাবেশের একটি ডিক্রিতে স্বাক্ষরের কথাও জানান। এই ডিক্রির মাধ্যমে তিন লাখ রিজার্ভ সৈন্যকে ডাকা হবে। ইউক্রেন যুদ্ধের ফলাফল নিজেদের পক্ষে আনতে আরও সেনা পাঠাতে চান তিনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পুতিনের সেনা সমাবেশের ঘোষণার প্রতিবাদ, আটক ১৩০০

আপডেট সময় : ০১:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

আল-জাজিরা : ইউক্রেনে চলমান সামরিক অভিযানে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তার এ সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার স্বাধীন মানবাধিকার সংগঠন ওভিডি-ইনফো জানায়, গত বুধবার (২১ সেপ্টেম্বর) রাশিয়ার প্রধান দুটি শহর মস্কো এবং সেন্ট পিটার্সবাগসহ ৩৮টি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্তত ১৩০০ বিক্ষোভকারীকে আটক করেছে।
আন্দোলনকারীরা পুতিনের সিদ্ধান্তের বিরোধিতা করে ‘যুদ্ধ নয়!’ এবং ‘আমাদের সন্তানদের জীবন’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। বুধবার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন পুতিন। ভাষণে তিনি আরও সেনা সমাবেশের একটি ডিক্রিতে স্বাক্ষরের কথাও জানান। এই ডিক্রির মাধ্যমে তিন লাখ রিজার্ভ সৈন্যকে ডাকা হবে। ইউক্রেন যুদ্ধের ফলাফল নিজেদের পক্ষে আনতে আরও সেনা পাঠাতে চান তিনি।