ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় হাল্যান্ড

  • আপডেট সময় : ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ড। গোল করেছেন মৌসুমের সর্বোচ্চ ২৭টি। তাতে ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের (পিএফএ) সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ৬জন। তালিকায় শিরোপাধারী ম্যানচেস্টার সিটি থেকেই আছেন ৩জন। হাল্যান্ডের সঙ্গে রয়েছেন সতীর্থ ফিল ফোডেন ও রদ্রি। বাকিরা হলেন- চেলসি স্ট্রাইকার কোল পালমার, আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড ওলি ওয়াটকিসন। ফেভারিটদের তালিকায় থাকা ফোডেন ১৯ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরের তালিকায় চার নম্বরে অবস্থান করছেন। সিটির হয়ে গতবারই সেরা মৌসুম কাটিয়েছেন তিনি। ৩৫ ম্যাচে অ্যাসিস্টও রয়েছে ৮টি। হাল্যান্ড ২৭ গোল করতে খেলেছেন ৩১টি ম্যাচ।
গত আগস্টের আগে কোল পালমারও সিটির খেলোয়াড় ছিলেন। পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠায় তাকে চেলসির কাছে বিক্রি করে দেয় সিটিজেনরা। গত মৌসুমে যার জবাবটা দারুণ ধারাবাহিকতায় দিয়েছেন তিনি। ২২ গোল আর ১১ অ্যাসিস্টে সর্বোচ্চ স্কোরারের তালিকায় দুই নম্বরে ছিলেন। তাই পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকার পাশাপাশি বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের তালিকাতেও জায়গা পেয়েছেন। পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২০ আগস্ট।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গুমের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি কমিশনের

পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় হাল্যান্ড

আপডেট সময় : ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

ক্রীড়া ডেস্ক: গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ড। গোল করেছেন মৌসুমের সর্বোচ্চ ২৭টি। তাতে ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের (পিএফএ) সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ৬জন। তালিকায় শিরোপাধারী ম্যানচেস্টার সিটি থেকেই আছেন ৩জন। হাল্যান্ডের সঙ্গে রয়েছেন সতীর্থ ফিল ফোডেন ও রদ্রি। বাকিরা হলেন- চেলসি স্ট্রাইকার কোল পালমার, আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড ওলি ওয়াটকিসন। ফেভারিটদের তালিকায় থাকা ফোডেন ১৯ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরের তালিকায় চার নম্বরে অবস্থান করছেন। সিটির হয়ে গতবারই সেরা মৌসুম কাটিয়েছেন তিনি। ৩৫ ম্যাচে অ্যাসিস্টও রয়েছে ৮টি। হাল্যান্ড ২৭ গোল করতে খেলেছেন ৩১টি ম্যাচ।
গত আগস্টের আগে কোল পালমারও সিটির খেলোয়াড় ছিলেন। পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠায় তাকে চেলসির কাছে বিক্রি করে দেয় সিটিজেনরা। গত মৌসুমে যার জবাবটা দারুণ ধারাবাহিকতায় দিয়েছেন তিনি। ২২ গোল আর ১১ অ্যাসিস্টে সর্বোচ্চ স্কোরারের তালিকায় দুই নম্বরে ছিলেন। তাই পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকার পাশাপাশি বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের তালিকাতেও জায়গা পেয়েছেন। পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২০ আগস্ট।