ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

পারমাণবিক কর্মসূচি প্রশ্নে উত্তর দিচ্ছে না ইরান: আইএইএ

  • আপডেট সময় : ০২:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ১২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরান তার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ)-র প্রশ্নের উত্তর দিচ্ছে না বলে অভিযোগ করেছে সংস্থাটি। গত সোমবার সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো এ অভিযোগ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। রাফায়েল মারিয়ানো বলেন, ইরানের কাছে তাদের পরমাণু কর্মসূচি সংক্রান্ত যেসব তথ্য জানতে চাওয়া হচ্ছে সে ব্যাপারে তারা ইতিবাচক সাড়া দিচ্ছে না। এতে করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ কিনা সেটি নিশ্চিতে আইএইএ-এর প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভিয়েনায় আইএইএ-এর বোর্ড অব গভর্র্নস-এর বৈঠকে দেওয়া ভাষণে রাফায়েল মারিয়ানো বলেন, ইরানের কাছ থেকে সঠিক তথ্য উপাত্ত পাওয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে।
তিনি বলেন, ইরানের চারটি অঘোষিত স্থানে পরমাণু স্থাপনা রয়েছে যেখানে আইএইএ-কে ঢুকতে দেওয়া হচ্ছে না। এগুলোর মধ্যে তিনটির ব্যাপারে তারা নতুন কোনও তথ্য সরবরাহ করছে না। চতুর্থটির ব্যাপারে তারা কোনও প্রামাণ্য দলিল ছাড়াই লিখিত বিবৃতি দিয়েছে।
এদিকে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, তার দেশের বিষয়ে আইএইএ সম্প্রতি যে অগঠনমূলক অবস্থান নিয়েছে তা এই সংস্থা এবং ইরানের মধ্যকার যোগাযোগকে অচলাবস্থার মধ্যে ফেলে দিতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউনূস-রুবিও ফোনালাপ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়াতে জোর

পারমাণবিক কর্মসূচি প্রশ্নে উত্তর দিচ্ছে না ইরান: আইএইএ

আপডেট সময় : ০২:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরান তার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ)-র প্রশ্নের উত্তর দিচ্ছে না বলে অভিযোগ করেছে সংস্থাটি। গত সোমবার সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো এ অভিযোগ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। রাফায়েল মারিয়ানো বলেন, ইরানের কাছে তাদের পরমাণু কর্মসূচি সংক্রান্ত যেসব তথ্য জানতে চাওয়া হচ্ছে সে ব্যাপারে তারা ইতিবাচক সাড়া দিচ্ছে না। এতে করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ কিনা সেটি নিশ্চিতে আইএইএ-এর প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভিয়েনায় আইএইএ-এর বোর্ড অব গভর্র্নস-এর বৈঠকে দেওয়া ভাষণে রাফায়েল মারিয়ানো বলেন, ইরানের কাছ থেকে সঠিক তথ্য উপাত্ত পাওয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে।
তিনি বলেন, ইরানের চারটি অঘোষিত স্থানে পরমাণু স্থাপনা রয়েছে যেখানে আইএইএ-কে ঢুকতে দেওয়া হচ্ছে না। এগুলোর মধ্যে তিনটির ব্যাপারে তারা নতুন কোনও তথ্য সরবরাহ করছে না। চতুর্থটির ব্যাপারে তারা কোনও প্রামাণ্য দলিল ছাড়াই লিখিত বিবৃতি দিয়েছে।
এদিকে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, তার দেশের বিষয়ে আইএইএ সম্প্রতি যে অগঠনমূলক অবস্থান নিয়েছে তা এই সংস্থা এবং ইরানের মধ্যকার যোগাযোগকে অচলাবস্থার মধ্যে ফেলে দিতে পারে।