ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

পাকিস্তান টেস্টে পাওয়া যাবে সাকিবকে, থাকছেন মুশতাক

  • আপডেট সময় : ০১:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইলেও জানা গিয়েছিল সাবেক পাকিস্তানি স্পিনার শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। তবে বিসিবি আশা করছিল স্বল্প মেয়াদের জন্য হলেও মুশতাককে তারা পাবেন। যেই কথা সেই কাজ। আগামী আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেই সিরিজে দলের সঙ্গে থাকবেন সাবেক এই স্পিনার। শুধু তাই নয়, বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকেও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাওয়া যাবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস মিরপুরে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মুশতাক পাকিস্তান সিরিজের জন্য অ্যাভেইলেবল। তাকে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেজন্য সামনে যে আরও সিরিজ, সেগুলোতে থাকতে পারছে না।’ আপাতত স্বল্প মেয়াদে মুশতাকের সঙ্গে চুক্তি করলেও বিসিবি তাকে চায় লম্বা সময়ের জন্য, ‘ডিসেম্বর পর্যন্ত সে (মুশতাক) ব্যস্ত। জানুয়ারি থেকে আমরা চেষ্টা করবো লম্বা সময়ের চুক্তি করা যায় কি না, বলছি না যাবে। এখন পর্যন্ত ওর থেকে ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি। দেখা যাক, তার সঙ্গে আলাপ আলোচনার পর বোঝা যাবে।’ এদিকে প্রধান কোচ চন্ডিকা হাথুসিংহের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের শুরুর দিকে। এই মুহূর্তে লঙ্কান এই কোচকে নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানালেন জালাল ইউনুস, ‘কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকে আলোচনা করেই হয়।’
সাকিবের ফেরা নিয়ে জালাল বলেছেন, ‘সে (সাকিব) টেস্টে অ্যাভেইলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দুই একদিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। তাকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’ এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাসকিন আহমেদকেও ফেরানো হতে পারে বলে আভাস দিয়েছেন জালাল ইউনুস, ‘তাসকিনের কালকে (মঙ্গলবার) একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।’ আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ২১ আগস্ট প্রথম টেস্ট মাঠে গড়াবে, পরের টেস্ট ম্যাচটি করাচিতে ৩০ আগস্ট। এই সিরিজের আগে বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান সফর করবে। মুশফিক-মুমিনুলসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে আগেভাগে পাকিস্তানে পাঠানো হচ্ছে ‘এ’ দলের সঙ্গী করে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পাকিস্তান টেস্টে পাওয়া যাবে সাকিবকে, থাকছেন মুশতাক

আপডেট সময় : ০১:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইলেও জানা গিয়েছিল সাবেক পাকিস্তানি স্পিনার শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। তবে বিসিবি আশা করছিল স্বল্প মেয়াদের জন্য হলেও মুশতাককে তারা পাবেন। যেই কথা সেই কাজ। আগামী আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেই সিরিজে দলের সঙ্গে থাকবেন সাবেক এই স্পিনার। শুধু তাই নয়, বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকেও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাওয়া যাবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস মিরপুরে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মুশতাক পাকিস্তান সিরিজের জন্য অ্যাভেইলেবল। তাকে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেজন্য সামনে যে আরও সিরিজ, সেগুলোতে থাকতে পারছে না।’ আপাতত স্বল্প মেয়াদে মুশতাকের সঙ্গে চুক্তি করলেও বিসিবি তাকে চায় লম্বা সময়ের জন্য, ‘ডিসেম্বর পর্যন্ত সে (মুশতাক) ব্যস্ত। জানুয়ারি থেকে আমরা চেষ্টা করবো লম্বা সময়ের চুক্তি করা যায় কি না, বলছি না যাবে। এখন পর্যন্ত ওর থেকে ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি। দেখা যাক, তার সঙ্গে আলাপ আলোচনার পর বোঝা যাবে।’ এদিকে প্রধান কোচ চন্ডিকা হাথুসিংহের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের শুরুর দিকে। এই মুহূর্তে লঙ্কান এই কোচকে নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানালেন জালাল ইউনুস, ‘কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকে আলোচনা করেই হয়।’
সাকিবের ফেরা নিয়ে জালাল বলেছেন, ‘সে (সাকিব) টেস্টে অ্যাভেইলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দুই একদিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। তাকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’ এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাসকিন আহমেদকেও ফেরানো হতে পারে বলে আভাস দিয়েছেন জালাল ইউনুস, ‘তাসকিনের কালকে (মঙ্গলবার) একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।’ আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ২১ আগস্ট প্রথম টেস্ট মাঠে গড়াবে, পরের টেস্ট ম্যাচটি করাচিতে ৩০ আগস্ট। এই সিরিজের আগে বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান সফর করবে। মুশফিক-মুমিনুলসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে আগেভাগে পাকিস্তানে পাঠানো হচ্ছে ‘এ’ দলের সঙ্গী করে।