সংবাদ বিজ্ঞপ্তি :পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ অক্টোবর বৃহস্পতিবার উত্তরার স্থায়ী ক্যাম্পাসের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর শামসুন্নাহার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা স্থপতি হোসনে আরা রহমান, রেজিস্ট্রার ড. পাড়মশিয়ুর রহমান, পরিচালক (অ্যাকাউন্টস) মোঃ মনিরুল ইসলাম।
কোরআন তেলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোহাম্মদ কামাল উদ্দিন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ (সঃ) শীর্ষক আলোচনা করেন আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ। আল্লাহ্র মাহবুব হযরত মুহাম্মদ (সঃ)-বিষয়ে আলোচনায় অংশ নেন মোহাম্মদ কামাল উদ্দিন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ। এছাড়া আলোচনায় অংশ নেন প্রফেসর ড. ইয়াসমীন আহমেদ, বিভাগীয় প্রধান, গভর্নমেন্ট এন্ড পলিটিক্স এবং প্রফেসর ড. এম. আব্দুল হালিম শেখ ডীন, ম্যানেজমেন্ট এন্ড জেনারেল স্টাডিজ।
মহানবী (সঃ)-এর আদর্শই আমাদের পাথেয় শীর্ষক আলোচনা করেন মোহাম্মদ ইসহাক, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ। আলোচনা শেষে তিনি দোয়া পরিচালনা করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে দোয়া করা হয়। রাসুল (সঃ) এর আদর্শকে বোঝা এবং সেইমতো পথ চলতে আল্লাহ্ যেন আমাদের সাহায্য করেন, সেই প্রার্থনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত’র রুহের মাগফিরাত কামনা করা হয়। বর্তমান চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের সুস্থতা ও সুন্দর কর্মময় জীবনের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- অ্যাসিট্যান্ট রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) ফিরোজ আহমেদ ইকবাল।-
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে আলোচনা ও দোয়া
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ