ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

পড়তে বলায় স্কুলছাত্রের আত্মহত্যা

  • আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে পড়াশোনার জন্য চাপ দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে জাহিদুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। সে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র।
গতকাল সোমবার সকালে থানার ভূইয়া বাড়ি রোড এলাকার বাসা থেকে ঐ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে খালেক দারোগার গলির পাঁচ তলা একটি বাসায় যাই। সেখানে ডাইনিং রুম থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, জাহিদুল ইসলাম বনশ্রীর একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। প্রাথমিকভাবে জানতে পেরেছি বাবা-মা লেখাপড়া করানোর জন্য শাসন করায় জেদ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পুলিশ কর্মকর্তা জানান, বর্তমানে তারা ভুইয়াবাড়ি রোডের দারোগাবাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতো। তাদের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানা এলাকায়। সে আব্দুর রহিমের ছেলে ছিল।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পড়তে বলায় স্কুলছাত্রের আত্মহত্যা

আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে পড়াশোনার জন্য চাপ দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে জাহিদুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। সে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র।
গতকাল সোমবার সকালে থানার ভূইয়া বাড়ি রোড এলাকার বাসা থেকে ঐ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে খালেক দারোগার গলির পাঁচ তলা একটি বাসায় যাই। সেখানে ডাইনিং রুম থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, জাহিদুল ইসলাম বনশ্রীর একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। প্রাথমিকভাবে জানতে পেরেছি বাবা-মা লেখাপড়া করানোর জন্য শাসন করায় জেদ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পুলিশ কর্মকর্তা জানান, বর্তমানে তারা ভুইয়াবাড়ি রোডের দারোগাবাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতো। তাদের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানা এলাকায়। সে আব্দুর রহিমের ছেলে ছিল।