ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পক্ষপাতের অভিযোগভারতে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

  • আপডেট সময় : ০৭:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক :সংসদে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। এমনই অভিযোগ তুলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ইন্ডিয়া জোট। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টিসহ ইন্ডিয়া জোটের শরিক অন্যান্য বিরোধী দলগুলো সমর্থন করেছে এই প্রস্তাব। ধনকড়ের বিরুদ্ধে বিরোধী শিবির যে অনাস্থা আনতে চলেছে সে আভাস পাওয়া গিয়েছিল আগেই। এই অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিরোধী শিবিরের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, রাজ্যসভার চেয়ারম্যানের আসনে বসে লাগাতার পক্ষপাত করে চলেছেন ধনকড়। বলা হয়, বিরোধী সংসদ সদস্যদের কিছু বলার সুযোগ দেওয়া হচ্ছে না। বিরোধীরা কথা বলতে বার বার বাধা দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানানো হলেও তা মানা হচ্ছে না। অন্যদিকে শাসকদলের সদস্যদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে। লাগাতার এই ঘটনায় ক্ষুব্ধ বিরোধী শিবির সংবিধানের ৬৭(বি) ধারায় উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যানের বিরুদ্ধে এই প্রস্তাব আনলো। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে এই প্রস্তাব পেশ করার করার কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি লেখেন, সংসদে যেভাবে পক্ষপাত করে চলেছেন চেয়ারম্যান তাতে অনাস্থা ছাড়া অন্য কোনো বিকল্প আমাদের কাছে নেই। কংগ্রেসের এই প্রস্তাবে এরই মধ্যে সই করেছেন ৭০ জন বিরোধী সংসদ সদস্য। ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা আনতে গতকালই প্রক্রিয়া শুরু করে দিয়েছিল বিরোধীরা। বিরোধী শিবিরের পক্ষ থেকে আরও অভিযোগ তোলা হয়েছিল, সংসদের শীর্ষ আসনে বসে সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন জগদীপ ধনকড়। যা সংসদের নিয়ম বিরুদ্ধ। তবে রাজ্যসভা ও লোকসভায় যেহেতু বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা নেই তাই তাকে ওই পদ থেকে অপসারণ করা সম্ভব নয়। সূত্র: এনডিটিভি

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পক্ষপাতের অভিযোগভারতে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

আপডেট সময় : ০৭:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

বিদেশের খবর ডেস্ক :সংসদে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। এমনই অভিযোগ তুলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ইন্ডিয়া জোট। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টিসহ ইন্ডিয়া জোটের শরিক অন্যান্য বিরোধী দলগুলো সমর্থন করেছে এই প্রস্তাব। ধনকড়ের বিরুদ্ধে বিরোধী শিবির যে অনাস্থা আনতে চলেছে সে আভাস পাওয়া গিয়েছিল আগেই। এই অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিরোধী শিবিরের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, রাজ্যসভার চেয়ারম্যানের আসনে বসে লাগাতার পক্ষপাত করে চলেছেন ধনকড়। বলা হয়, বিরোধী সংসদ সদস্যদের কিছু বলার সুযোগ দেওয়া হচ্ছে না। বিরোধীরা কথা বলতে বার বার বাধা দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানানো হলেও তা মানা হচ্ছে না। অন্যদিকে শাসকদলের সদস্যদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে। লাগাতার এই ঘটনায় ক্ষুব্ধ বিরোধী শিবির সংবিধানের ৬৭(বি) ধারায় উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যানের বিরুদ্ধে এই প্রস্তাব আনলো। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে এই প্রস্তাব পেশ করার করার কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি লেখেন, সংসদে যেভাবে পক্ষপাত করে চলেছেন চেয়ারম্যান তাতে অনাস্থা ছাড়া অন্য কোনো বিকল্প আমাদের কাছে নেই। কংগ্রেসের এই প্রস্তাবে এরই মধ্যে সই করেছেন ৭০ জন বিরোধী সংসদ সদস্য। ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা আনতে গতকালই প্রক্রিয়া শুরু করে দিয়েছিল বিরোধীরা। বিরোধী শিবিরের পক্ষ থেকে আরও অভিযোগ তোলা হয়েছিল, সংসদের শীর্ষ আসনে বসে সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন জগদীপ ধনকড়। যা সংসদের নিয়ম বিরুদ্ধ। তবে রাজ্যসভা ও লোকসভায় যেহেতু বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা নেই তাই তাকে ওই পদ থেকে অপসারণ করা সম্ভব নয়। সূত্র: এনডিটিভি