লাইফস্টাইল ডেস্ক: আপনার কি কখনো মনে হয় যে আপনাদের সম্পর্ক আগের মতো নেই? আপনি ঠিক করার চেষ্টা করেছেন। কিন্তু কিছুই কাজ করছে না? আপনি যাই করুন না কেন, অন্যপ্রান্ত থেকে সাড়া আসে না হয়তো। আপনার হয়তো মনে হতে পারে, আপনি তার উপযুক্ত নন। এ রকম অবস্থায় আপনি হয়তো সময়ের হাতে সবকিছু ছেড়ে বসে আছেন এবং সবকিছু ঠিক হওয়ার আশা করছেন। তাই নিজের প্রতি সঙ্গীর আগ্রহ কমে যাওয়ার বিষয়গুলো জেনে ওইভাবে ব্যবস্থা নেওয়া উচিত। তা হলো
দূরে সরে যাওয়া : আপনার সঙ্গী কি ইদানীং দূরে সরে গেছে? সে ভিন্নভাবে আচরণ করছে, আপনার প্রতি আগের মতো মনোযোগ দিচ্ছে না; আপনি অভিমান করে কথা না বললেও সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। আপনি রাগ করলে তা ভাঙানোর কোনো প্রচেষ্টা থাকে না। এসব কিন্তু স্পষ্ট লক্ষণ যে আপনার সঙ্গী আপনার প্রতি আর আগ্রহী নয়।
কথা বলা কিংবা ঝগড়া এড়িয়ে চলা: যদি আপনার সঙ্গী দ্বন্দ্ব এবং কথা বলা এড়িয়ে চলে, যদি সে সবকিছুতেই উদাসীন থাকে তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে তারা আপনার প্রতি আগ্রহী নয়। বারবার কথা বলা এড়িয়ে যাওয়া এবং সমস্যা সমাধানের চেষ্টা না করা একটি সম্পর্কের শেষ হতে চলার লক্ষণ।
অন্যকিছুকে অগ্রাধিকার দেওয়া: আপনার সঙ্গী কি হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছেন? সে কি পরিষ্কার ও খোলাখুলি কথা বলা এড়িয়ে চলে এবং একসঙ্গে কোয়ালিটি টাইম কাটানো পছন্দ করে না? এটি হতে পারে। কারণ সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে এবং এখন আপনার সাথে না থাকার উপায় খুঁজে পাচ্ছে। এ চিহ্নটিকে উপেক্ষা করবেন না বরং বিষয়টি নিয়ে তার সামনাসামনি কথা বলুন। যদি সে সত্যিই আপনাকে ভালোবাসে, তাহলে তার আচরণ পরিবর্তন করবে যাতে আপনি স্পেশাল অনুভব করেন। যদি তা না হয়, তাহলে আরও আঘাত পাওয়ার আগে সম্পর্কটি শেষ করার সময় এসেছে।
নিজের প্রতি সঙ্গীর আগ্রহ কমে গেছে
ট্যাগস :
নিজের প্রতি সঙ্গীর আগ্রহ কমে গেছে
জনপ্রিয় সংবাদ