ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

নাশকতা ঠেকাতে সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি

  • আপডেট সময় : ০২:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টা হরতাল ঘিরে নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি নেমেছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় টহল দিচ্ছে ২৮ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন। সোমবার সকালে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় বলেন, “সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।”
সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। এরপর একে একে পাঁচ দফায় ১১ দিন অবরোধ করে বিএনপি ও মিত্র দল জামায়াত। বিএনপির এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সমমনা দলগুলোও। এর মধ্যে নির্বাচন কমিশন ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করে রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি। দ্বাদশ জাতীয় নির্বাচনে আগে আগে এসব কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। দফায় দফায় অবরোধে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে র‌্যাব এক বার্তায় জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে এ বাহিনীর ১৪৫টি টহল দল এবং সারাদেশে ৪২৫টি টইল দল মোতায়েন করা হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ আজ

নাশকতা ঠেকাতে সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি

আপডেট সময় : ০২:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টা হরতাল ঘিরে নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি নেমেছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় টহল দিচ্ছে ২৮ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন। সোমবার সকালে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় বলেন, “সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।”
সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। এরপর একে একে পাঁচ দফায় ১১ দিন অবরোধ করে বিএনপি ও মিত্র দল জামায়াত। বিএনপির এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সমমনা দলগুলোও। এর মধ্যে নির্বাচন কমিশন ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করে রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি। দ্বাদশ জাতীয় নির্বাচনে আগে আগে এসব কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। দফায় দফায় অবরোধে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে র‌্যাব এক বার্তায় জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে এ বাহিনীর ১৪৫টি টহল দল এবং সারাদেশে ৪২৫টি টইল দল মোতায়েন করা হয়েছে।