ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

নারী সংগঠন ‘চেষ্টা’-র সভাপতির বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ

  • আপডেট সময় : ১২:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবী ও নারী কল্যাণমূলক সংগঠন ‘চেষ্টা’-র সভাপতি লায়লা নাজনীন হারুনের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ-সভাপতি রাফেয়া আবেদীন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৩ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নিবন্ধিত পায় সংগঠনটি। দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধা বঞ্চিত নারীদের সাহায্য করে মূলধারায় নিয়ে আসার জন্য নিরলসভাবে কাজ করছে সংগঠনটি। এ কাজে সদস্যদের চাঁদা ছাড়াও সরকার ও বিত্তবানদের অনুদানে চলছে সংগঠনটি।
অভিযোগ করে তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত কমিটিসহ সাধারণ সদস্যদের নিয়ে কাজ করে আসছিল চেষ্টা। কিন্তু সংগঠনের বর্তমান সভাপতি নির্বাহী কমিটির কোনো মিটিং না ডেকে তার পছন্দের দুই তিনজন সদস্যকে নিয়ে সংগঠনের টাকা তছরুপ করছেন। এতে সংগঠনটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাফেয়া আবেদীন বলেন, বর্তমান সভাপতি লায়লা নাজনীন ও সাধারণ সম্পাদক দিলরুবা বেগম এবং তার ভাইয়ের মেয়ে কোষাধ্যক্ষ সিফাত ই-নূর একক সিদ্ধান্তে কাজ করছেন। তিনি সংগঠনের টাকা তছরুপ ও গায়ের জোরে কমিটি বহাল রাখায় আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ করি। মন্ত্রণালয় তদন্ত সাপেক্ষে কমিটি বিলুপ্ত করার নির্দেশ দেয় এবং পাঁচজনকে দিয়ে এডহক কমিটি গঠন ও ব্যাংক একাউন্ট বন্ধ করে ৯০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটি গঠনের কথা বলে। একই সঙ্গে অপর একটি স্মারকে মহিলা বিষয়ক অধিদপ্তর সংগঠনের একাউন্ট বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু এসবের কোনো তোয়াক্কা না করে সভাপতি লায়লা নাজনীন তার অনুগত সদস্যের যোগসাজসে সংগঠনের টাকা উত্তোলন করে ইচ্ছেমত ব্যয় করছেন। এমনকি দেশে ও দেশের বাইরে থেকে যে অনুদান পাওয়া যাচ্ছে তার কোনো হিসাবও দিচ্ছেন না। তিনি দাবি জানিয়ে বলেন, লায়লা নাজনীন সভাপতি হওয়ার পর সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যসহ বেশ কিছু সদস্যের পদ খারিজ করে দিয়েছেন। গঠনতন্ত্র না মেনে এরই মধ্যে তিনি প্রায় ২০ জনকে সদস্য করেছেন। যাকে খুশি তাকে সদস্য বানানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। সংগঠনের অর্থ আত্মসাৎ ও অনিয়মের কারণে সভাপতির পদত্যাগ ও বিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিনা বেগম শেলী, সাধারণ সদস্য সাদেকুন নাহার পাপড়ি, ভিকারুন্নেসা চিনু, সাজেদা আহমেদ, নির্বাহী সদস্য শাহীন জুলিয়া প্রমুখ।

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নারী সংগঠন ‘চেষ্টা’-র সভাপতির বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ

আপডেট সময় : ১২:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবী ও নারী কল্যাণমূলক সংগঠন ‘চেষ্টা’-র সভাপতি লায়লা নাজনীন হারুনের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ-সভাপতি রাফেয়া আবেদীন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৩ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নিবন্ধিত পায় সংগঠনটি। দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধা বঞ্চিত নারীদের সাহায্য করে মূলধারায় নিয়ে আসার জন্য নিরলসভাবে কাজ করছে সংগঠনটি। এ কাজে সদস্যদের চাঁদা ছাড়াও সরকার ও বিত্তবানদের অনুদানে চলছে সংগঠনটি।
অভিযোগ করে তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত কমিটিসহ সাধারণ সদস্যদের নিয়ে কাজ করে আসছিল চেষ্টা। কিন্তু সংগঠনের বর্তমান সভাপতি নির্বাহী কমিটির কোনো মিটিং না ডেকে তার পছন্দের দুই তিনজন সদস্যকে নিয়ে সংগঠনের টাকা তছরুপ করছেন। এতে সংগঠনটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাফেয়া আবেদীন বলেন, বর্তমান সভাপতি লায়লা নাজনীন ও সাধারণ সম্পাদক দিলরুবা বেগম এবং তার ভাইয়ের মেয়ে কোষাধ্যক্ষ সিফাত ই-নূর একক সিদ্ধান্তে কাজ করছেন। তিনি সংগঠনের টাকা তছরুপ ও গায়ের জোরে কমিটি বহাল রাখায় আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ করি। মন্ত্রণালয় তদন্ত সাপেক্ষে কমিটি বিলুপ্ত করার নির্দেশ দেয় এবং পাঁচজনকে দিয়ে এডহক কমিটি গঠন ও ব্যাংক একাউন্ট বন্ধ করে ৯০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটি গঠনের কথা বলে। একই সঙ্গে অপর একটি স্মারকে মহিলা বিষয়ক অধিদপ্তর সংগঠনের একাউন্ট বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু এসবের কোনো তোয়াক্কা না করে সভাপতি লায়লা নাজনীন তার অনুগত সদস্যের যোগসাজসে সংগঠনের টাকা উত্তোলন করে ইচ্ছেমত ব্যয় করছেন। এমনকি দেশে ও দেশের বাইরে থেকে যে অনুদান পাওয়া যাচ্ছে তার কোনো হিসাবও দিচ্ছেন না। তিনি দাবি জানিয়ে বলেন, লায়লা নাজনীন সভাপতি হওয়ার পর সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যসহ বেশ কিছু সদস্যের পদ খারিজ করে দিয়েছেন। গঠনতন্ত্র না মেনে এরই মধ্যে তিনি প্রায় ২০ জনকে সদস্য করেছেন। যাকে খুশি তাকে সদস্য বানানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। সংগঠনের অর্থ আত্মসাৎ ও অনিয়মের কারণে সভাপতির পদত্যাগ ও বিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিনা বেগম শেলী, সাধারণ সদস্য সাদেকুন নাহার পাপড়ি, ভিকারুন্নেসা চিনু, সাজেদা আহমেদ, নির্বাহী সদস্য শাহীন জুলিয়া প্রমুখ।