ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

নাভানা বাজারে আনছে টয়োটার আভানজা-ভেলোজ-রেইজ

  • আপডেট সময় : ০৩:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • ৪ বার পড়া হয়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : নাভানা লিমিটেড এবার তাদের পরিবারে নিয়ে এলো তিনটি নতুন সংযোজন। আগামীকাল শনিবার নাভানা লিমিটেড টয়োটার দুটি ভিন্ন ক্যাটাগরির তিনটি নতুন মডেলের গাড়ি উদ্বোধন করতে যাচ্ছে। যে তিনটি মডেলের গাড়ি এদিন প্রদর্শনীতে থাকবে তা হলো- টয়োটা ভেলোজ, রেইজ এবং থার্ড জেনারেশনের আভানজা। আভানজা মডেলটি ইতোমধ্যেই সাফল্যের সঙ্গে বাজারে ১৫ বছর অতিবাহিত করছে। আভানজা একটি কম্প্যাক্ট এমপিভি (মাল্টি পারপাস ভেহিক্যাল)। থার্ড জেনারেশনের এই আভানজা একটি ১.৫ লিটারের এমপিভি যা সাত সিটের ফ্যামিলি কার হিসেবে পৃথিবীজুড়ে সমাদৃত। টয়োটার নতুন এমপিভি হিসেবে বিবেচিত ভেলোজ- এ রয়েছে নান্দনিক ও আধুনিক আউটলুক এবং আকর্ষণীয় ফিচার ও পারফরম্যান্স- এর সমন্বয়। এতে থাকছে সিভিটি ইঞ্জিন এবং সাত সিটের ফ্যামিলি কার হিসেবে পরিচিত এই গাড়িটি গ্রাহকদের কাছে পৌঁছে দেবার জন্য বাজারে আনছে নাভানা লিমিটেড। টয়োটা রেইজকে বিবেচনা করা হচ্ছে একটি আরবান এসইউভি হিসেবে। এতে রয়েছে ১.০ লিটারের টার্বো ইঞ্জিন যার সঙ্গে রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, সাত ইঞ্চি টিএফটি স্পিডোমিটার, সাত ইঞ্চি মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, ওয়্যারলেস ডোর লক, স্মার্ট অ্যান্ট্রি ও আরও অনেক আকর্ষণীয় ফিচার। এই এসইউভিটির ইন্টেরিয়র এবং গাড়ির ড্যাশবোর্ডের লেআউটটি অন্যান্য গাড়ির চেয়ে সুন্দর ও নান্দনিক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নাভানা বাজারে আনছে টয়োটার আভানজা-ভেলোজ-রেইজ

আপডেট সময় : ০৩:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২

অর্থ-বাণিজ্য ডেস্ক : নাভানা লিমিটেড এবার তাদের পরিবারে নিয়ে এলো তিনটি নতুন সংযোজন। আগামীকাল শনিবার নাভানা লিমিটেড টয়োটার দুটি ভিন্ন ক্যাটাগরির তিনটি নতুন মডেলের গাড়ি উদ্বোধন করতে যাচ্ছে। যে তিনটি মডেলের গাড়ি এদিন প্রদর্শনীতে থাকবে তা হলো- টয়োটা ভেলোজ, রেইজ এবং থার্ড জেনারেশনের আভানজা। আভানজা মডেলটি ইতোমধ্যেই সাফল্যের সঙ্গে বাজারে ১৫ বছর অতিবাহিত করছে। আভানজা একটি কম্প্যাক্ট এমপিভি (মাল্টি পারপাস ভেহিক্যাল)। থার্ড জেনারেশনের এই আভানজা একটি ১.৫ লিটারের এমপিভি যা সাত সিটের ফ্যামিলি কার হিসেবে পৃথিবীজুড়ে সমাদৃত। টয়োটার নতুন এমপিভি হিসেবে বিবেচিত ভেলোজ- এ রয়েছে নান্দনিক ও আধুনিক আউটলুক এবং আকর্ষণীয় ফিচার ও পারফরম্যান্স- এর সমন্বয়। এতে থাকছে সিভিটি ইঞ্জিন এবং সাত সিটের ফ্যামিলি কার হিসেবে পরিচিত এই গাড়িটি গ্রাহকদের কাছে পৌঁছে দেবার জন্য বাজারে আনছে নাভানা লিমিটেড। টয়োটা রেইজকে বিবেচনা করা হচ্ছে একটি আরবান এসইউভি হিসেবে। এতে রয়েছে ১.০ লিটারের টার্বো ইঞ্জিন যার সঙ্গে রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, সাত ইঞ্চি টিএফটি স্পিডোমিটার, সাত ইঞ্চি মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, ওয়্যারলেস ডোর লক, স্মার্ট অ্যান্ট্রি ও আরও অনেক আকর্ষণীয় ফিচার। এই এসইউভিটির ইন্টেরিয়র এবং গাড়ির ড্যাশবোর্ডের লেআউটটি অন্যান্য গাড়ির চেয়ে সুন্দর ও নান্দনিক।