খান অপূর্ব আহমদ
পুরনো বছর চলে যায়
আসে নতুন বছর ধরায়
মানুষের নতুন স্বপ্ন দেখায়
সর্বসুখ বোনায় জীবন চলায়।
রাতে শুয়ে পেছনের দিন গোনে
আলো-আঁধারে খুঁজতে থাকে
মনের বাসনা মেলাতে না পারে
ভাবে মিলবে বুঝি আগামীতে।
সকালে উঠে পড়ে খুশি মনে
বৈশাখী উৎসবে যাবে বলে
বেরিয়ে পড়ে মুচকি হেসে
দেখে রঙিন বাস্তায় এসে।
দীর্ঘশ্বাস ফেলে মনকে বলে
পৃথিবীর সুখে যেন থাকে
দুঃখ-কষ্ট মাড়িয়ে যায় চলে
অভিশাপ কখনো না পড়ে।
বৈশাখের আয়োজনে বদলায় দিন
আবছা হাওয়ায় দুর্ভোগ ঠিকানাহীন
ডানা মেলা পাখির আগমন
সব ভুলে হয় সচেতন।
আজকের প্রত্যাশা/কেএমএএ