ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

দুই মাসের ব্যবধানে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে এলএনজি

  • আপডেট সময় : ০২:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মহামারীর অচলাবস্থার মধ্যে দুই মাসের ব্যবধানে দ্বিগুণ দাম দিয়ে খোলা বাজার থেকে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে। বিশ্ববাজারে আকস্মিকভাবে দাম বাড়তে শুরু করায় দেশীয় চাহিদা পূরণে এভাবে এলএনজি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন জালানি সচিব আনিসুর রহমান। গতকাল শনিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির কাছ থেকে ১৭তম চালানে ৪৪৮ কোটি ১৬ লাখ ৮২ হাজার টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ চালানের ইউনিট মূল্য দাঁড়াচ্ছে ১৩ দশমিক ৪২ ডলার। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন বৈঠক শেষে এ তথ্য জানান।
গত এপ্রিলের শুরুতে সুইজারল্যান্ডের এওটি ট্রেডিংয়ের কাছ থেকে একই পরিমাণ এলএনজি কিনতে খরচ হয়েছিল ২৪৩ কোটি ৩০ লাখ ৩২ হাজার ৩৫৮ টাকা। সেই হিসাবে মাত্র দুই মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে এই জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হল। জ্বালানি সচিব আনিসুর রহমান বলেন, “সর্বশেষ ১৭তম চালানে আসা এলএনজির দাম এযাবতকালের সর্বোচ্চ হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে আছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭৫ ডলারের বেশি হয়ে গেছে, যা চলতি মাসের শুরুতে ৭০ ডলারের কম ছিল।
দাম যে হারে বাড়ছে আমরা খুবই শঙ্কিত। দামের পূর্বাভাসে ভবিষ্যতে ১১০ ডলার উঠে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উৎপাদনকারীরা উৎপাদন কমিয়ে দিয়েছে, তারা দাম বাড়িয়ে দিতে চাচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দুই মাসের ব্যবধানে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে এলএনজি

আপডেট সময় : ০২:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : মহামারীর অচলাবস্থার মধ্যে দুই মাসের ব্যবধানে দ্বিগুণ দাম দিয়ে খোলা বাজার থেকে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে। বিশ্ববাজারে আকস্মিকভাবে দাম বাড়তে শুরু করায় দেশীয় চাহিদা পূরণে এভাবে এলএনজি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন জালানি সচিব আনিসুর রহমান। গতকাল শনিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির কাছ থেকে ১৭তম চালানে ৪৪৮ কোটি ১৬ লাখ ৮২ হাজার টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ চালানের ইউনিট মূল্য দাঁড়াচ্ছে ১৩ দশমিক ৪২ ডলার। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন বৈঠক শেষে এ তথ্য জানান।
গত এপ্রিলের শুরুতে সুইজারল্যান্ডের এওটি ট্রেডিংয়ের কাছ থেকে একই পরিমাণ এলএনজি কিনতে খরচ হয়েছিল ২৪৩ কোটি ৩০ লাখ ৩২ হাজার ৩৫৮ টাকা। সেই হিসাবে মাত্র দুই মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে এই জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হল। জ্বালানি সচিব আনিসুর রহমান বলেন, “সর্বশেষ ১৭তম চালানে আসা এলএনজির দাম এযাবতকালের সর্বোচ্চ হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে আছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭৫ ডলারের বেশি হয়ে গেছে, যা চলতি মাসের শুরুতে ৭০ ডলারের কম ছিল।
দাম যে হারে বাড়ছে আমরা খুবই শঙ্কিত। দামের পূর্বাভাসে ভবিষ্যতে ১১০ ডলার উঠে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উৎপাদনকারীরা উৎপাদন কমিয়ে দিয়েছে, তারা দাম বাড়িয়ে দিতে চাচ্ছে।