নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) নতুন দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১০ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
বিকেবির এমডি হয়েছেন মো. শওকত আলী খান। তিনি রূপালী ব্যাংকের ডিএমডি থেকে পদোন্নতি পেয়ে বিকেবির এমডি হয়েছেন। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবের এমডি হয়েছেন নিরঞ্জন চন্দ্র দেবনাথ। তিনি সোনালী ব্যাংকের ডিএমডি থেকে পদোন্নতি পেয়ে রাকাবের এমডি হয়েছেন। মাসখানেক আগে সরকার বিকেবির এমডি মো. আবদুল জব্বারকে জনতা ব্যাংকের এমডি করায় পদটি এত দিন শূন্য ছিল। ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন চানু গোপাল ঘোষ।
সংবাদ শিরোনাম ::
দুই কৃষি ব্যাংকে নতুন এমডি
ট্যাগস :
দুই কৃষি ব্যাংকে নতুন এমডি
জনপ্রিয় সংবাদ