ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

থাইল্যান্ডকে উড়িয়ে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

থাইল্যান্ডকে উড়িয়ে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: জুনিয়র হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। গতকাল জুনিয়র হকি এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়েছে তারা। যার ফলে নিশ্চিত করেছে টেবিলের সেরা ছয়ে থাকা। এই ছয়টি দলই খেলবে আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপে। জাতীয় দল না পারলেও যুব দলের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলার স্বাদ পেতে যাচ্ছে বাংলাদেশ। ওমানের মাসকটে গতকালকের ম্যাচে পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করে খেলেছে মেহরাব হাসানের দল।

জোড়া গোল করেছেন মোহাম্মদ জয় ও মোহাম্মদ আব্দুল্লাহ। ম্যাচের তৃতীয় মিনিটে ডেডলক ভাঙেন জয়। তিন মিনিট পর পেনাল্টি কর্নারে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম।

 

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আব্দুল্লাহর গোলে ব্যবধান হয় ৩-০। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে থাইল্যান্ড গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে তারা তো ফিরতে পারেনি উল্টো বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে গোল আরও বেশি হয়েছে। ৩৪তম মিনিটে বাংলাদেশ আবারও গোলের ধারায় ফেরে। সতীর্থের পাসে মোহাম্মদ হাসান রিভার্স হিটে জাল কাঁপান। তবে ৩৫তম মিনিটে আবারও এক গোল শোধ দেয় থাইল্যান্ড।

 

পেনাল্টি কর্নার থেকে ফুমি কৃটসানা দারুণ এক হিটে স্কোরলাইন ৪-২ করেন। ৩৬তম মিনিটে মোহাম্মদ ইসলামের পাসে মোহাম্মদ খান কিছুটা ধীরেসুস্থে থাইল্যান্ডের জালে বল পাঠান। ৩৯তম মিনিটে হয়েছে ষষ্ঠ গোল। নিজের দ্বিতীয় গোলের দেখা পান জয়।

৪৮তম মিনিটে আব্দুল্লাহও জোড়া গোল পূর্ণ করেন। বিশ্বকাপ খেলার লক্ষ্য পূর্ণ হলেও এখনো আসর শেষ হয়নি বাংলাদেশের। আগামীকাল পঞ্চম স্থান লড়াইয়ের ম্যাচে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ হিসেবে পাবে আজ অনুষ্ঠিতব্য চীন-দক্ষিণ কোরিয়ার মধ্যকার জয়ী দলকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

থাইল্যান্ডকে উড়িয়ে যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: জুনিয়র হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। গতকাল জুনিয়র হকি এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়েছে তারা। যার ফলে নিশ্চিত করেছে টেবিলের সেরা ছয়ে থাকা। এই ছয়টি দলই খেলবে আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপে। জাতীয় দল না পারলেও যুব দলের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলার স্বাদ পেতে যাচ্ছে বাংলাদেশ। ওমানের মাসকটে গতকালকের ম্যাচে পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করে খেলেছে মেহরাব হাসানের দল।

জোড়া গোল করেছেন মোহাম্মদ জয় ও মোহাম্মদ আব্দুল্লাহ। ম্যাচের তৃতীয় মিনিটে ডেডলক ভাঙেন জয়। তিন মিনিট পর পেনাল্টি কর্নারে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম।

 

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আব্দুল্লাহর গোলে ব্যবধান হয় ৩-০। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে থাইল্যান্ড গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে তারা তো ফিরতে পারেনি উল্টো বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে গোল আরও বেশি হয়েছে। ৩৪তম মিনিটে বাংলাদেশ আবারও গোলের ধারায় ফেরে। সতীর্থের পাসে মোহাম্মদ হাসান রিভার্স হিটে জাল কাঁপান। তবে ৩৫তম মিনিটে আবারও এক গোল শোধ দেয় থাইল্যান্ড।

 

পেনাল্টি কর্নার থেকে ফুমি কৃটসানা দারুণ এক হিটে স্কোরলাইন ৪-২ করেন। ৩৬তম মিনিটে মোহাম্মদ ইসলামের পাসে মোহাম্মদ খান কিছুটা ধীরেসুস্থে থাইল্যান্ডের জালে বল পাঠান। ৩৯তম মিনিটে হয়েছে ষষ্ঠ গোল। নিজের দ্বিতীয় গোলের দেখা পান জয়।

৪৮তম মিনিটে আব্দুল্লাহও জোড়া গোল পূর্ণ করেন। বিশ্বকাপ খেলার লক্ষ্য পূর্ণ হলেও এখনো আসর শেষ হয়নি বাংলাদেশের। আগামীকাল পঞ্চম স্থান লড়াইয়ের ম্যাচে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ হিসেবে পাবে আজ অনুষ্ঠিতব্য চীন-দক্ষিণ কোরিয়ার মধ্যকার জয়ী দলকে।