বিনোদন ডেস্ক: আসছে ঈদে প্রেক্ষাগৃহের পর্দায় ঝড় তুলতে চায় ’তুফান’, যেটিতে নতুন এক শাকিব খানকে দেখতে পাবে দর্শক। অ্যাকশনধর্মী এ সিনেমা মুক্তির আগে ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খানকে নিয়ে এমন আশার কথাই বললেন এটির নির্মাতা রায়হান রাফি। শুধু তিনি নন, কলকাতার সিনেমার জনপ্রিয় মুখ মিমি চক্রবর্তীও এ ছবিতে কাজ করে প্রশংসায় ভাসিয়েছেন শাকিবকে। তুফান দিয়ে প্রথমবারের মত ঢাকার সিনেমায় অভিনয় করা এ নায়িকা ঈদের এ ছবির প্রচারণায় বাংলাদেশে এসে তার অনুভূতি তুলে ধরেন। সিনেমার মুক্তিকে সামনে রেখে গত বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে মিমিকে দেখা গেল ঢালিউড কিং খ্যাত শাকিব খান ও চঞ্চল চৌধুরীসহ অন্য অভিনেতাদের সঙ্গে। শাকিবের বিপরীতে থাকা ওপার বাংলার তারকা মিমি বলেন, “আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট করেছি। সবাই বলছিল আমি আপনাদেরই বন্ধু, আপনাদেরই বোন, আপনাদেরই লোক। আমাকে গেস্ট বলবেন না। এটা আমার প্রথম বাংলাদেশি সিনেমা। এখানের প্রত্যেকের সঙ্গে প্রথম কাজ। ”এরা আমাকে এত কম্ফোর্টেবল অনুভব করিয়েছে যে, আমার মনে হয়নি এটা অন্য দেশের সিনেমা। মনে হয়েছে এটা আমাদেরই সিনেমা। আমি এই বাংলার মেয়ে।“
শাকিব খানের প্রশংসা করে তিনি বলেন, ”তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। তার ডেডিকেশন দেখে আমি অবাক হয়েছি।” দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, “শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল বহুদিনের। নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ তুফানের এই যাত্রায় আমাকে যুক্ত করার জন্য।” সংবাদ সম্মেলনে আরও ছিলেন মাসুমা রহমান নাবিলা, পরিচালক রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল ও ডিজিটাল পার্টনার চরকির সিইও রেদওয়ান রনি। ‘তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। আলফা আই স্টুডিওস লিমিটেডের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি এর মধ্যেই বেশ আলোচনা তৈরি করেছে। শাকিব খানের লুক, প্রীতম হাসানের গান, চঞ্চল চৌধুরীর উপস্থিতি- সব মিলিয়ে দর্শকের আগ্রহ রয়েছে সিনেমাটি নিয়ে। সংবাদ সম্মেলনে নির্মাতা রায়হান রাফির দাবি, এ সিনেমা দেখে অভিনেতা থেকে ক্যামেরার পেছনের প্রতিটা মানুষের ফ্যান হয়ে যাবে দর্শক।
”এই সিনেমায় নতুন একজন মেগাস্টারকে দর্শক দেখতে পাবে। তুফান দেখার পর সবাই ভাববে শাকিব খান কীভাবে এত ভালো অভিনয় করল। দর্শক শাকিবের এই ধরনের অভিনয় আগে দেখেনি।” অভিনেত্রী নাবিলা বলেন, “এত বছর পর বড় পর্দায় ফিরছি তুফান দিয়ে। সবার এত সাড়া আর আগ্রহ দেখে মনে হচ্ছে প্রথম সিনেমার পর এত বছরের অপেক্ষাটা বৃথা যায়নি।” আর যাকে নিয়ে অনেক প্রশংসা সবার সেই শাকিব খান বলেন, “আমি রাফিকে নিয়ে গর্বিত। খুব অহংকার ফিল করেছি। সে আমার কাছ থেকে চমৎকারভাবে কাজ বের করে নিয়েছে। যারা এটা দেখবে তারা বলবে তুফানের এই রাফি চমৎকার। যে অল্প বাজেটেও অনেক বড় বাজেটের সিনেমার দর্শককে দেখাতে পারবে। ”তার গল্প, ডিরেকশনে সকলে খুব অবাক হয়েছে। তাকে আরও বাজেট দিলেও রাফি বলত, আর একটু বাজেট হলে সিনেমা আরও ভালো হত। কারণ রাফির সেই মেধা আছে।”
‘তুফান’ সিনেমার প্রচারে বাংলাদেশে মিমি চক্রবর্তী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ