অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ নভেম্বর) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ফলে টানা তিন কার্যদিবস ধারাবাহিক পতনের পর শেয়ারবাজারে সূচকের বড় উত্থান ঘটেছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে শেয়ারবাজারে লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৪৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬৮.০৮ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে গত ২৫ অক্টোবর ডিএসইএক্স সূচক ১২০ পয়েন্ট কমে যায়। ডিএসই-৩০ সূচক ৩২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬১৬.০৩ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। ডিএসইএস সূচক ১৭.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪.৮০ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.০৩ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
এদিন ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির। দিন শেষে ডিএসইতে এদিন ১ হাজার ৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৮ কোটি টাকা কম। অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ১৪৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৮৪.৭৯ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে ২৫ অক্টোবর সিএসইএক্স সূচক ২৩৭ পয়েন্ট কমে। সার্বিক সিএএসপিআই সূচক ২৪৩.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১১১.৭০ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। সিএসআই সূচক ১৯.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৪.৫৮ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়ে। মঙ্গলবার সিএসইতে ২৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত আছে ৩০টির। দিন শেষে সিএসইতে ৩৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ লাখ টাকা বেশি।
তিন কার্যদিবস পর শেয়ারবাজারে বড় উত্থান

Read Time:3 Minute, 36 Second