ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েমা হক বিদিশা। গত সোমবার তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. শাহীনুর ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, “রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী অধ্যাপক সায়েমা হক বিদিশাকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ প্রদান করা হল।” বিদিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন৷ অর্থনীতি বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ থেকে স্নাতকোত্তর ডিগ্রি ও ইউনিভার্সিটি অব নটিংহ্যাম থেকে পিএইচডি ডিগ্রি নেন।
২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর ২০০৯ সালে সহকারী অধ্যাপক ও ২০১৩ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে অধ্যাপক হন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং’ (সানেম) এর গবেষণা পরিচালক হিসেবে তিনি কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে এর আগে ২০১৮ সালের ২৭ মে থেকে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক মুহাম্মদ সামাদ। প্রথম নিয়োগের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে ২০২২ সালের ১২ এপ্রিল ফের তাকে আরও চার বছরের জন্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তার দায়িত্ব হওয়ার শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে। অগাস্টে সরকার ক্ষমতার পালাবদলে উপাচার্য, প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও ডিনদের পদত্যাগের হিড়িকের মধ্যে কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। উপাচার্য পদত্যাগ করলেও দায়িত্বে বহাল ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ। সোমবার এ পদে নিয়োগ পেলেন সায়েমা হক বিদিশা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
ঢাবির নতুন উপ-উপাচার্য সায়মা হক বিদিশা
জনপ্রিয় সংবাদ