শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ কোটি টাকা মূল্যের আটটি ড্রেজার জব্দ করা হয়েছে। গতকাল শনিবার (১২ এপ্রিল) দুপুরে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এতথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর ওই উপজেলার পদ্মা নদী রক্ষাবাঁধের বামতীর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ড্রেজার জব্দ করা হয়। জানা যায়, পদ্মা নদীর নড়িয়ার বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। শুক্রবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালত চালায় উপজেলা প্রশাসন। এসময় আটটি ড্রেজার জব্দ করে পদ্মার পাড়ে নিয়ে আসা হয়।