চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর শহরের পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০০ চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্টগার্ড। দুয়ারি জাল মূলত ছোট মাছ ধরার এক ধরনের বিশেষ ফাঁদ। গতকাল বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টার দিকে জব্দ জালগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এর আগে, কোস্টগার্ড চাঁদপুর ও সদর উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে এসব জালগুলো জব্দ করে। গোপন খবর পেয়ে ওভার ব্রিজ এলাকায় যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নতুন ২০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।