ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানিতে আবারও রেল ধর্মঘটের হুমকি

  • আপডেট সময় : ০২:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

ডয়চে ভেলে : জার্মানির রাজধানী বার্লিনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। ছবিটি ২০২২ সালের ১ জুন তোলা বেতন বাড়ানোর দাবি মানা হয়নি জানিয়ে জার্মানিতে আবারও রেল ধর্মঘটের হুমকি দিয়েছে রেল ও পরিবহন ইউনিয়ন। ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, রেল কর্তৃপক্ষ তাদের বেতন বাড়ানোর দাবি বাতিল করে দিয়েছে। তাই খুব তাড়াতাড়ি তারা আবার ধর্মঘট ডাকতে চলেছেন। তবে কবে এই ধর্মঘট হবে, তা ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়নি। ইউনিয়নের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আমরা বিষয়টি নিয়ে ইউনিয়নের সদস্যদের সঙ্গে আলোচনা করব। এতদিন পর্যন্ত ইউনিয়ন যে ধর্মঘট করেছে, তাকে বলা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক। এবার বড়সড় ধর্মঘটের জন্য সদস্যদের কাছ থেকে অনুমতি চাওয়া হবে। ইউক্রেন যুদ্ধের পর থেকে জার্মানিতে জিনিসের দাম বেড়েছে। বিশেষ করে বিদ্যুতের মাসুল অনেকটা বেড়ে গেছে। এই আর্থিক চাপের মুখে পড়ে এক লাখ ৮০ হাজার রেলকর্মী বেতন বাড়ানোর দাবি করছেন।
কিন্তু রেল কর্তৃপক্ষ তাদের সব দাবি খারিজ করে দিয়েছে। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, রেল কর্তৃপক্ষ তাদের অভিমত থেকে এক চুলও সরতে রাজি নয়। এই অবস্থায় ধর্মঘটে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনও রাস্তা নেই।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিতে আবারও রেল ধর্মঘটের হুমকি

আপডেট সময় : ০২:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

ডয়চে ভেলে : জার্মানির রাজধানী বার্লিনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। ছবিটি ২০২২ সালের ১ জুন তোলা বেতন বাড়ানোর দাবি মানা হয়নি জানিয়ে জার্মানিতে আবারও রেল ধর্মঘটের হুমকি দিয়েছে রেল ও পরিবহন ইউনিয়ন। ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, রেল কর্তৃপক্ষ তাদের বেতন বাড়ানোর দাবি বাতিল করে দিয়েছে। তাই খুব তাড়াতাড়ি তারা আবার ধর্মঘট ডাকতে চলেছেন। তবে কবে এই ধর্মঘট হবে, তা ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়নি। ইউনিয়নের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আমরা বিষয়টি নিয়ে ইউনিয়নের সদস্যদের সঙ্গে আলোচনা করব। এতদিন পর্যন্ত ইউনিয়ন যে ধর্মঘট করেছে, তাকে বলা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক। এবার বড়সড় ধর্মঘটের জন্য সদস্যদের কাছ থেকে অনুমতি চাওয়া হবে। ইউক্রেন যুদ্ধের পর থেকে জার্মানিতে জিনিসের দাম বেড়েছে। বিশেষ করে বিদ্যুতের মাসুল অনেকটা বেড়ে গেছে। এই আর্থিক চাপের মুখে পড়ে এক লাখ ৮০ হাজার রেলকর্মী বেতন বাড়ানোর দাবি করছেন।
কিন্তু রেল কর্তৃপক্ষ তাদের সব দাবি খারিজ করে দিয়েছে। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, রেল কর্তৃপক্ষ তাদের অভিমত থেকে এক চুলও সরতে রাজি নয়। এই অবস্থায় ধর্মঘটে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনও রাস্তা নেই।