বিনোদন ডেস্ক: চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিল অজয় দেবগন অভিনীত হরর ঘরানার ছবি ‘শয়তান’। বক্স অফিসে ভালো ব্যবসা করেছে ছবিটি। এবার আসছে অভিনেতার ‘রেইড টু’। ‘রেইড টু’ নিয়ে অনেকদিন থেকেই ভক্তদের উত্তেজনার শেষ নেই। দীর্ঘ অপেক্ষার পর আগামী বছরের ২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি। বুধবার ছবিটির নির্মাতারা এ ঘোষণা দেন। এই ছবিটির প্রথম সংস্করণ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ছবিতে অজয় দেবগনকে আইআরএস অফিসার অময় পত্রনায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। এবং তার অভিনয় দারুণ প্রশংসাও পেয়েছিল। চলতি বছরের ১৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। কিন্তু মুক্তি পিছিয়ে আগামী বছর নিয়ে যাওয়া হয়েছে। বলিউড স্টুডিও টি- সিরিজ ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছে, ‘অ্যাকশন, ইনটেন্স এবং সাসপেন্স ফিরছে! রেইড টু মুক্তি পাচ্ছে ২১ ফেব্রুয়ারি ২০২৫ এ!’ ‘রেইড টু’ ছবিটি পরিচালনা করেছেন রাজ কুমার গুপ্ত। তিনিই প্রথম পর্বের পরিচালনা করেছিলেন। ছবিতে বাণী কাপুর এবং রজত কাপুরকেও মুখ্য ভূমিকায় দেখা যাবে। আর এতে প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করবেন রীতেশ দেশমুখ।
জনপ্রিয় সংবাদ