ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একতা ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি আওয়ামী ‘ফ্যাসিবাদী’ শক্তির পুনর্বাসন রুখতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ শীর্ষক এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে অন্যান্য ছাত্রসংগঠনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। কর্মসূচির অংশ হিসেবে ছাত্র সংগঠনগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে একতা ও সংহতির বার্তা পৌঁছে দেবে। ঢাকার কয়েকটি কলেজের শিক্ষার্থীদের গত কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনার মধ্যে শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ কর্মসূচি এল। হাসনাত আবদুল্লাহ বলেন, “তারা (আওয়ামী লীগ) একটি উপলক্ষ খোঁজে, একটি উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টির পায়তারা করতে চায়। সে জায়গা থেকে বাংলাদেশের সকল ছাত্রসমাজ ৫ অগাস্টের পূর্বে আমরা যেভাবে একতাবদ্ধ ছিলাম, ঠিক একইভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত হয়েছে।
“এই সপ্তাহে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে একতা ও সংহতির বার্তা পৌঁছে দেবে। আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই বার্তা পৌঁছে দিবে।” যেসব ছাত্র সংগঠন বৈঠকে উপস্থিত হয়নি তাদের প্রতিও ছাত্র সংহতি সপ্তাহ পালনের আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। চলমান সংঘর্ষে শান্ত থাকার জন্য স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ”আপনারা হচ্ছেন আমাদের শক্তি। আমাদের একতা ধরে রাখতে হবে। জাতীয় সম্পদ নষ্ট হয়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হয়, ফ্যাসিবাদ পুনর্বাসন হয় এমন কাজ থেকে আপনাদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ”আমদের একসাথে পরবর্তী বাংলাদেশ গড়তে হবে। আপনাদের মধ্যে তারুণ্যের শক্তি রয়েছে, যা পরবর্তী ইতিবাচক বাংলাদেশ গঠন করবো।” সংঘর্ষ থামাতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ নিতে না পারার বিষয়ে তিনি বলেন, “দুদিন আগে ঘোষণা দিয়েছে একটি কলেজ আরেকটি কলেজকে আক্রমণ করবে। দুদিন আগে ঘোষণা দেওয়ার পরও আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততাকে প্রশ্নবিদ্ধ করছি। ”আমরা মনে করি এটি অন্তর্র্বতীকালীন সরকারের ইন্টেলিজেন্স উইংয়ের পুরোপুরি ব্যর্থতা।”
‘জাতীয় ছাত্র সংহতি’ সপ্তাহ ঘোষণা বৈষম্যবিরোধী আন্দোলনের
                                      জনপ্রিয় সংবাদ                                
                                 
																			 
										

























