প্রত্যাশা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যত প্রাণহানি হয়েছে তার সব দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে গণহত্যার বিচার, বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে এ আলোচনা সভার আয়োজন করে প্রতিবাদী নাগরিক সমাজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, বিশ্বে ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যায় প্রথম চীন। তারা অনেক ছাত্রকে হত্যা করেছে। এরপর মনে হয় দ্বিতীয় বাংলাদেশ। এত ছাত্র হত্যা করেছে। এর দায় সরকারকেই নিতে হবে এবং দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, সন্তান হারার বেদনা একমাত্র মা ছাড়া কেউ বোঝে না। আবরার ফাহাদকে হত্যা করেছে শিবির তকমা দিয়ে, তখনি আমাদের নাগরিক সমাজকে এগিয়ে আসা দরকার ছিল। প্রথম যখন ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নাবালক হিসেবে আসে। আসার পর ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা গণরুমে নিয়ে কী ধরনের নির্যাতন করে সেটা তো আমরা জানি। এটি নিয়ে আমাদের আগেই দাঁড়ানো প্রয়োজন ছিল। ১৫ বছরের নির্যাতনের বহিঃপ্রকাশ হচ্ছে এখন। ছাত্ররা হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেছে। আমি ছাত্রদের সাধুবাদ জানাই। বিশেষ করে নারী শিক্ষার্থীদের। ড. সুলতানা কামালকে সরকারের অ্যাজেন্ট মন্তব্য করে দিলারা চৌধুরী বলেন, এদের দিয়ে গঠিত গণতদন্ত কমিশন মানি না। আমরা জাতিসঙ্ঘের অধীনে তদন্ত চাই। সুলতানা কমালরা সরকারের অ্যাজেন্ট। এরা সরকারের হয়ে কাজ করছে।