ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চাকুর ভয় দেখিয়ে পথচারীদের টাকা-মোবাইল কেড়ে নিতেন তারা

  • আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, নির্জন এলাকায় আগে থেকে ওতপেতে পথচারীদের টার্গেট করে ছিনতাই করতেন তারা। গ্রেফতাররা হলেন- মো. রনি (২৪), ইমন হোসেন (২৩), মো. বাবু (২৪) ও মো. মনির (২৭)।
গতকাল সোমবার দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানী বিভিন্ন এলাকার অলিগলিতে পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকুও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত

চাকুর ভয় দেখিয়ে পথচারীদের টাকা-মোবাইল কেড়ে নিতেন তারা

আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, নির্জন এলাকায় আগে থেকে ওতপেতে পথচারীদের টার্গেট করে ছিনতাই করতেন তারা। গ্রেফতাররা হলেন- মো. রনি (২৪), ইমন হোসেন (২৩), মো. বাবু (২৪) ও মো. মনির (২৭)।
গতকাল সোমবার দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানী বিভিন্ন এলাকার অলিগলিতে পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকুও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।