ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

চাকরি ছাড়ছেন আফগান হেড কোচ ক্লুজনার

  • আপডেট সময় : ০২:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ১৯৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের হেড কোচের পদ ছাড়ছেন ল্যান্স ক্লুজনার। চলতি বছরের ৩১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে চুক্তি শেষ হবে। এরপর আর চুক্তি নবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। এর আগে ওয়ানডে বিশ্বকাপের পর ২০১৯ সালের সেপ্টেম্বরে ফিল সিমন্সের স্থলাভিষিক্ত হন ক্লুজনার। সরে যাওয়া প্রসঙ্গে ক্লুজনার বলেন, ‘দুই বছর এই দলটির সঙ্গে কাটানোর পর আমি অনেক ভালো স্মৃতি সাথে নিয়ে যাবো। এখান থেকে চলে যাওয়ার পর অন্য কোথাও কোচিংয়ের ব্যাপারে মন দিতে চাই।’ ক্লুজনারের সময় ক্রিকেটের তিন ফরম্যাটেই উন্নতি করে আফগানরা। তার কোচিংয়ে একটি টেস্ট, ৬ ওয়ানডের তিনটি ও ১৪ টি-টোয়েন্টির মধ্যে ৯টি জেতে দলটি। এসময় ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতে তারা। তবে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো যায়নি। সুপার টুয়েলভে ৫ ম্যাচের তিনটিতে হেরে বিদায় নিতে হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরি ছাড়ছেন আফগান হেড কোচ ক্লুজনার

আপডেট সময় : ০২:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের হেড কোচের পদ ছাড়ছেন ল্যান্স ক্লুজনার। চলতি বছরের ৩১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে চুক্তি শেষ হবে। এরপর আর চুক্তি নবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। এর আগে ওয়ানডে বিশ্বকাপের পর ২০১৯ সালের সেপ্টেম্বরে ফিল সিমন্সের স্থলাভিষিক্ত হন ক্লুজনার। সরে যাওয়া প্রসঙ্গে ক্লুজনার বলেন, ‘দুই বছর এই দলটির সঙ্গে কাটানোর পর আমি অনেক ভালো স্মৃতি সাথে নিয়ে যাবো। এখান থেকে চলে যাওয়ার পর অন্য কোথাও কোচিংয়ের ব্যাপারে মন দিতে চাই।’ ক্লুজনারের সময় ক্রিকেটের তিন ফরম্যাটেই উন্নতি করে আফগানরা। তার কোচিংয়ে একটি টেস্ট, ৬ ওয়ানডের তিনটি ও ১৪ টি-টোয়েন্টির মধ্যে ৯টি জেতে দলটি। এসময় ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতে তারা। তবে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো যায়নি। সুপার টুয়েলভে ৫ ম্যাচের তিনটিতে হেরে বিদায় নিতে হয়।