ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগে সুপারিশের চিন্তা

  • আপডেট সময় : ১১:৩৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চতুর্থ গণবিজ্ঞপ্তির চাকরিপ্রার্থীদের কর্মস্থলে যোগদান সহজ এবং দ্রুত করতে উদ্যোগ নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। অনলাইন ভেরিফিকেশন চলমান অবস্থায় প্রার্থীদের নিয়োগের সুপারিশ করার চিন্তা করছেন সংশ্লিষ্টরা। এ কার্যক্রম শুরু হতে পারে ভেরিফিকেশনের ফরম পূরণের শেষ তারিখের পর থেকে।

জানা গেছে, অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন সুপারিশ পাওয়া প্রার্থীরা। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পাস করেছেন তারা। পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন ও খালি থাকা সাপেক্ষে তারা নিয়োগের সুপারিশ পেয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় প্রার্থীদের নিয়োগ দ্রুত করতে ভেরিফিকেশন চলমান রেখেই নিয়োগের সুপারিশ করতে চায় এনটিআরসিএ। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন সহজ করার উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ। এজন্য অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম বা ভি-রোল পূরণ চলছে। ইতোমধ্যে অনলাইনে ভি-রোল পূরণ শুরু হয়েছে। ভেরিফিকেশনের কাজ তদারকি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। আগামী ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম পূরণ চলবে। এ ব্যাপারে এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, এবারই প্রথম এনটিআরসিএ ভি-রোল পদ্ধতি চালু করেছে। এটি পূরণ করার জন্য সুপারিশ পাওয়া প্রার্থীদের সময় দেওয়া হয়েছে। এ সময় শেষ হলে ভেরিফিকেশন চলমান অবস্থায় প্রার্থীরা যাতে কর্মস্থলে যোগদান করতে পারেন, সে সুপারিশ করার চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগে সুপারিশের চিন্তা

আপডেট সময় : ১১:৩৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : চতুর্থ গণবিজ্ঞপ্তির চাকরিপ্রার্থীদের কর্মস্থলে যোগদান সহজ এবং দ্রুত করতে উদ্যোগ নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। অনলাইন ভেরিফিকেশন চলমান অবস্থায় প্রার্থীদের নিয়োগের সুপারিশ করার চিন্তা করছেন সংশ্লিষ্টরা। এ কার্যক্রম শুরু হতে পারে ভেরিফিকেশনের ফরম পূরণের শেষ তারিখের পর থেকে।

জানা গেছে, অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন সুপারিশ পাওয়া প্রার্থীরা। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পাস করেছেন তারা। পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন ও খালি থাকা সাপেক্ষে তারা নিয়োগের সুপারিশ পেয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় প্রার্থীদের নিয়োগ দ্রুত করতে ভেরিফিকেশন চলমান রেখেই নিয়োগের সুপারিশ করতে চায় এনটিআরসিএ। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন সহজ করার উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ। এজন্য অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম বা ভি-রোল পূরণ চলছে। ইতোমধ্যে অনলাইনে ভি-রোল পূরণ শুরু হয়েছে। ভেরিফিকেশনের কাজ তদারকি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। আগামী ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম পূরণ চলবে। এ ব্যাপারে এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, এবারই প্রথম এনটিআরসিএ ভি-রোল পদ্ধতি চালু করেছে। এটি পূরণ করার জন্য সুপারিশ পাওয়া প্রার্থীদের সময় দেওয়া হয়েছে। এ সময় শেষ হলে ভেরিফিকেশন চলমান অবস্থায় প্রার্থীরা যাতে কর্মস্থলে যোগদান করতে পারেন, সে সুপারিশ করার চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।