নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে নতুন কোম্পানি আনতে পলিসির পরিবর্তন দরকার। কোম্পানিগুলোকে সুবিধা দিলে তারা ব্যাংক থেকে টাকা না নিয়ে পুঁজিবাজারে এসে জনগণের থেকে টাকা নিতো বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড আয়োজিত ‘নতুন বছর নতুন আশা, শুরু হোক সাফল্যের গল্প গাঁথা’ শীর্ষক বৈশাখী গ্রাহক মেলায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল হুদা, জিসকা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম খান এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন সহ প্রতিষ্ঠান্টির কর্মকর্তা-কর্মচারি এবং বিনিয়োগকারী। অধ্যাপক আবু আহমেদ বলেন, সরকার কে উদ্যেগ নিয়ে পলিসি পরিবর্তন করে কোম্পানিগুেেলাকে বাজারে তালিকাভুক্ত করতে হবে। আইপিওতে আসতে চায় এমন কোম্পানিগুলোর কি চাহিদা কি সুবিধা দিলে তারা বাজারে আসবে তা জানতে হবে।
তাহলেই দেশী বিদেশি বড় কোম্পানিগুলো ধীরে ধীরে বাজারে আসবে। তিনি বলেন, মিউচুয়াল ফান্ড সহ ৩৮০টি শেয়ার আছে প্রায় বাজারে৷ সব কোম্পানি বিনিয়োগের জন্য না। দেখে শুনে বুঝে বিনিয়োগ করতে হবে, কারো থেকে শুনে বা পরামর্শ নিয়ে বিনিয়োগ করা যাবে না। গ্ল্যামব্লিং এর ফাঁদে পরবেন না। বি এ রিয়াল ইনভেস্টর। সততাই এখানে টিকে থাকার সবথেকে বড় বিষয়। আপনি অসৎ হবেন পুঁজিবাজার আপনার সব টাকা খেয়ে ফেলবে। আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ বলেন, পুঁজিবাজার আমাদের অর্থনীতির বিরাট একটি অংশ। কিন্তু প্রতিনিয়ত হোটচ খেয়ে যাচ্ছে আমাদের এই বাজার।
তবে আগামী দিনে আমাদের এই বাজারের অবস্থা অনেক পরিবর্তন হবে আশা করি। কারণ আমাদের অন্তবর্তী সরকার বাজার নিয়ে অনেক কিছু ভাবছে। এরই ধারাবাহিকতায় পুঁজিবাজারে টাস্ক ফোর্স সহ বিভিন্ন ইতিবাচক কার্যক্রম লক্ষ করা যাচ্ছে। তিনি বলেন, পুঁজিবাজারে আমাদের ধৈর্য্য নিয়ে আসতে হবে। সবসময় ট্রেডিং মোডে না থেকে ইনভেস্টমেন্ট মোডে থাকা। এখানে উত্থন পতন আছে অন্য সব ব্যবসার মতো। সেটা এক্সেপ্ট করার মানসিকতা থাকতে হবে। আইসিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন বলেন, পুঁজিবাজারের বড় একটি অংশ মার্চেন্ট ব্যাংক অনেক যায়গায় অবহেলিত। ভালো সিকিউরিটিজ আনতে হলে মার্চেন্ট ব্যাংককে গুরুত্ব দিতে হবে।
ডিএসই যখন শুরু হয় তখন থেকেই ব্রোকার কমিউনিটি দ্বারা নিয়ন্ত্রণে ছিলো। আইসিবি শুরু থেকেই এখানে কাজ করে আসছে৷ মার্চেন্ট ব্যাংকের গুরুত্ব সকলের কাছে তুলে ধরতেই এই আয়েজন৷ তিনি বলেন, পুজিবাজার মানেই আমরা লাখ লাখ কোটি কেটি টাকা মনে করি৷ ফলে আমাদের দেশে এতো জনসংখ্যা হওয়ার পরেও আমরা বেশিরভাগই এই বাজারের বাহিরে। আমরা আইসিএমএল এর জন্য একটি প্রোডাক্ট নিয়ে আসি, যার নাম ‘টিআইপি’৷ এখানে ১ হাজার টাকা থেকে বিনিয়োগ করা যায়। এই প্রোডাক্টে থাকছে ট্যাক্স রেয়াত। এটি একটি এক্সপার্ট টিম দ্বারা পরিচালিত।