ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

গুঞ্জনের মধ্যেই পদত্যাগ করলেন ভারতের ফুটবল কোচ

  • আপডেট সময় : ০৬:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দলের ধারাবাহিক ব্যর্থতার মুখে ভারতের ফুটবল কোচের পদে বদলের গুঞ্জন ছিল। স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের বিদায়ঘণ্টা বেজে গেছে অবশেষে। হেড কোচের বিদায়ের খবরে সিলমোহর দিলো সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। ভারতের ফুটবল দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন মানোলো। সর্বভারতীয় ফুটবল সংস্থার সহ-সচিব কে সত্যানারায়ণ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘এআইএফএফ ও মানোলো যৌথ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন কোচের বিজ্ঞাপন খুব তাড়াতাড়ি দেওয়া হবে।’ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এআইএফএফ যতই যৌথ আলোচনার কথা বলুন না কেন, মানোলোকে নিয়ে খুশি ছিলেন না কেউ। জানা গিয়েছে, ফুটবলাররাও আপত্তি জানিয়েছিলেন। তার খেলানোর ধরন কাজে লাগছিল না। ভারতীয় দলের পাশাপাশি আইএসএলে এফসি গোয়ারও কোচ ছিলেন মানোলো। ফলে তিনি কোন দলকে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেই প্রশ্নও উঠছিল। হংকংয়ের কাছে হারের পরই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন মানোলো। অবশেষে তা মেনে নিলো ফেডারেশন। ইগার স্টিমাচ ভারতের কোচের পদ ছাড়ার পর মানোলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার কোচিংয়ে মোট আট ম্যাচ খেলেছে ভারত। মাত্র একটা জিতেছে। সেটাও মালদ্বীপের বিরুদ্ধে একটা প্রীতি ম্যাচ। ২০২৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছে ভারত। এমনকি, হংকংয়ের কাছেও হারতে হয়েছে সুনীল ছেত্রীদের। এশিয়ান কাপে ভারত যোগ্যতা অর্জন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে সরিয়ে দেওয়া হল কোচকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

গুঞ্জনের মধ্যেই পদত্যাগ করলেন ভারতের ফুটবল কোচ

আপডেট সময় : ০৬:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

ক্রীড়া ডেস্ক: দলের ধারাবাহিক ব্যর্থতার মুখে ভারতের ফুটবল কোচের পদে বদলের গুঞ্জন ছিল। স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের বিদায়ঘণ্টা বেজে গেছে অবশেষে। হেড কোচের বিদায়ের খবরে সিলমোহর দিলো সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। ভারতের ফুটবল দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন মানোলো। সর্বভারতীয় ফুটবল সংস্থার সহ-সচিব কে সত্যানারায়ণ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘এআইএফএফ ও মানোলো যৌথ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন কোচের বিজ্ঞাপন খুব তাড়াতাড়ি দেওয়া হবে।’ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এআইএফএফ যতই যৌথ আলোচনার কথা বলুন না কেন, মানোলোকে নিয়ে খুশি ছিলেন না কেউ। জানা গিয়েছে, ফুটবলাররাও আপত্তি জানিয়েছিলেন। তার খেলানোর ধরন কাজে লাগছিল না। ভারতীয় দলের পাশাপাশি আইএসএলে এফসি গোয়ারও কোচ ছিলেন মানোলো। ফলে তিনি কোন দলকে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেই প্রশ্নও উঠছিল। হংকংয়ের কাছে হারের পরই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন মানোলো। অবশেষে তা মেনে নিলো ফেডারেশন। ইগার স্টিমাচ ভারতের কোচের পদ ছাড়ার পর মানোলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার কোচিংয়ে মোট আট ম্যাচ খেলেছে ভারত। মাত্র একটা জিতেছে। সেটাও মালদ্বীপের বিরুদ্ধে একটা প্রীতি ম্যাচ। ২০২৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছে ভারত। এমনকি, হংকংয়ের কাছেও হারতে হয়েছে সুনীল ছেত্রীদের। এশিয়ান কাপে ভারত যোগ্যতা অর্জন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে সরিয়ে দেওয়া হল কোচকে।