ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে যাওয়ার পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় : ০২:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দুই বছর থাকার পর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার পথে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের বিশেষ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে সিদ্ধান্ত হয়েছে। তবে সিন্ডিকেটেই এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে সভা শেষে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দিন আহমদ। সিন্ডিকেট সভা শিগগিরই হবে বলে জানিয়েছেন তিনি। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আইনুল ইসলাম বলেন, “অনান্য বিশ্ববিদ্যালয় (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর) না যাওয়াতে, স্বকীয়তা রক্ষার্থে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
মহামারির সময়ে ভর্তিচ্ছুদের দুর্ভোগ এড়াতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু হয়। শুরুতে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আসে। পরবর্তীকালে ২২টি বিশ্ববিদ্যালয় সাধারণ গুচ্ছে অংশ নেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু থেকে গুচ্ছ পদ্ধতির নেতৃত্বে ছিল। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবার গুচ্ছে না থাকার জোর দাবি তোলে। তাদের মত, এতে তারা কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাচ্ছিলেন না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে যাওয়ার পথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০২:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : দুই বছর থাকার পর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার পথে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের বিশেষ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে সিদ্ধান্ত হয়েছে। তবে সিন্ডিকেটেই এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে সভা শেষে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দিন আহমদ। সিন্ডিকেট সভা শিগগিরই হবে বলে জানিয়েছেন তিনি। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আইনুল ইসলাম বলেন, “অনান্য বিশ্ববিদ্যালয় (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর) না যাওয়াতে, স্বকীয়তা রক্ষার্থে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
মহামারির সময়ে ভর্তিচ্ছুদের দুর্ভোগ এড়াতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু হয়। শুরুতে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আসে। পরবর্তীকালে ২২টি বিশ্ববিদ্যালয় সাধারণ গুচ্ছে অংশ নেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু থেকে গুচ্ছ পদ্ধতির নেতৃত্বে ছিল। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবার গুচ্ছে না থাকার জোর দাবি তোলে। তাদের মত, এতে তারা কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাচ্ছিলেন না।