ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আট উইকেটের ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান। টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গতকাল বুধবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ইবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দুরন্ত জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়।
সংবাদ শিরোনাম ::
ক্রিকেটারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ