ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

কৃষি বিভাগ থেকে ‘আওয়ামী দোসরদের’ অপসারণ দাবি

  • আপডেট সময় : ০৮:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ কৃষি বিভাগের কিছু কর্মকর্তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনের রাস্তা অবরোধ করেছে একদল মানুষ।

রোববার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে প্রথমে খামারবাড়ি গোলচত্বর এলাকা অবরোধ করলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়; এতে সেখান থেকে আশেপাশের এলাকাতেও যানজট ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চলতি পথের যাত্রীরা।

রোজার মাসে সড়কে এ ধরনের ভোগান্তি তৈরি না করতে অনুরোধ করা হলেও আন্দোলনকারীরা কানে তোলেনি বলে পুলিশের ভাষ্য।

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ জানিয়েছে, ‘ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে কিছু মানুষ দুপুর ১২টার দিকে খেজুর বাগান ক্রসিং সড়কটি অবরোধ করেন। এর ফলে মানিক মিয়া এভিনিউ দিয়ে মিরপুর কিংবা বিজয় সরণিগামী যানবাহনগুলো আটকা পড়ে। এক্সপ্রেসওয়ে থেকে নামার মুখও আটকে যায়। বন্ধ হয়ে যায় ফার্মগেইট থেকে আসাদগেইট ক্রসিংয়ের রাস্তাটিও। দুপুর দেড়টার দিকে তারা মূল সড়ক থেকে সরে এসে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে।

আন্দোলনের কারণ জানতে চাইলে সড়ক অবরোধে অংশ নেওয়া একজন নিজেকে কৃষিবিদ শফিকুর রহমান পরিচয় দিয়ে বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও কেউ গুরুত্ব দিচ্ছে না, ফলে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

সেখানে অবস্থান নেওয়া ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের সংগঠক পরিচয় দেওয়া নজরুল ইসলাম তুহিন জানান, তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। শিক্ষার্থীদের সঙ্গে সরকারি দপ্তরের দাবি-দাওয়ার কী সম্পর্ক তা অবশ্য ব্যাখ্যা করেননি তুহিন।

ছাত্র এবং চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। দাবি আদায়ে আন্দোলনকারীদের পাঁচজনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি রফিকুল ইসলাম বলেন, দুপুর বারোটার দিকে তারা রাস্তা অবরোধ করার পরে ডিএমপির তেজগাঁও ক্রাইম ডিভিশনের কর্মকর্তারা এবং সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে। আন্দোলনকারীরা ১০ মিনিট সময় নিলেও পরের এক ঘণ্টা তারা রাস্তা ধরে রাখেন। আমরা তাদের বলেছি, রমজান মাস, মানুষ রোজা আছে। আপনাদের কারণে রোজাদারদের অহেতুক ভোগান্তি হচ্ছে। যানজট নিরসনে এসব সড়কের কিছু গাড়ি বিকল্প সড়কে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে ডিসি রফিকুল ইসলাম জানান।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কৃষি বিভাগ থেকে ‘আওয়ামী দোসরদের’ অপসারণ দাবি

আপডেট সময় : ০৮:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ কৃষি বিভাগের কিছু কর্মকর্তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনের রাস্তা অবরোধ করেছে একদল মানুষ।

রোববার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে প্রথমে খামারবাড়ি গোলচত্বর এলাকা অবরোধ করলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়; এতে সেখান থেকে আশেপাশের এলাকাতেও যানজট ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চলতি পথের যাত্রীরা।

রোজার মাসে সড়কে এ ধরনের ভোগান্তি তৈরি না করতে অনুরোধ করা হলেও আন্দোলনকারীরা কানে তোলেনি বলে পুলিশের ভাষ্য।

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ জানিয়েছে, ‘ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে কিছু মানুষ দুপুর ১২টার দিকে খেজুর বাগান ক্রসিং সড়কটি অবরোধ করেন। এর ফলে মানিক মিয়া এভিনিউ দিয়ে মিরপুর কিংবা বিজয় সরণিগামী যানবাহনগুলো আটকা পড়ে। এক্সপ্রেসওয়ে থেকে নামার মুখও আটকে যায়। বন্ধ হয়ে যায় ফার্মগেইট থেকে আসাদগেইট ক্রসিংয়ের রাস্তাটিও। দুপুর দেড়টার দিকে তারা মূল সড়ক থেকে সরে এসে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে।

আন্দোলনের কারণ জানতে চাইলে সড়ক অবরোধে অংশ নেওয়া একজন নিজেকে কৃষিবিদ শফিকুর রহমান পরিচয় দিয়ে বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও কেউ গুরুত্ব দিচ্ছে না, ফলে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

সেখানে অবস্থান নেওয়া ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের সংগঠক পরিচয় দেওয়া নজরুল ইসলাম তুহিন জানান, তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। শিক্ষার্থীদের সঙ্গে সরকারি দপ্তরের দাবি-দাওয়ার কী সম্পর্ক তা অবশ্য ব্যাখ্যা করেননি তুহিন।

ছাত্র এবং চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। দাবি আদায়ে আন্দোলনকারীদের পাঁচজনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি রফিকুল ইসলাম বলেন, দুপুর বারোটার দিকে তারা রাস্তা অবরোধ করার পরে ডিএমপির তেজগাঁও ক্রাইম ডিভিশনের কর্মকর্তারা এবং সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে। আন্দোলনকারীরা ১০ মিনিট সময় নিলেও পরের এক ঘণ্টা তারা রাস্তা ধরে রাখেন। আমরা তাদের বলেছি, রমজান মাস, মানুষ রোজা আছে। আপনাদের কারণে রোজাদারদের অহেতুক ভোগান্তি হচ্ছে। যানজট নিরসনে এসব সড়কের কিছু গাড়ি বিকল্প সড়কে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে ডিসি রফিকুল ইসলাম জানান।