ঢাকা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

কৃষক রবিউল হত্যায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  • আপডেট সময় : ০৯:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের আলোচিত ও চাঞ্চল্যকর কৃষক রবিউল ইসলাম হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মিঞাসহ ১৪ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গত রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.জাকারিয়া এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আব্দুল্লাহ রশিদ মিন্টু কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেছেন।

খুরশিদ আলম সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

জানা যায়, ২০০৬ সালের ১ জানুয়ারি সদর উপজেলার বিষয়খালী গ্রামের কৃষক রবিউল ইসলামকে তার বাড়ি থেকে খুরশিদ আলম মিঞাসহ একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। রবিউল বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। তখন তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করতে থাকে। পরে ওই বছরের ৪ এপ্রিল পার্শ্ববর্তী মহারাজপুর গ্রামের হুমাদার বিলের ঝিলেঘাটা এলাকা থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন বাদি হয়ে সদর থানায় খুরশিদ আলমকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর আলোচিত এই হত্যা মামলার রায় দেওয়ার কথা রয়েছে আদালতের।

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কৃষক রবিউল হত্যায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট সময় : ০৯:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের আলোচিত ও চাঞ্চল্যকর কৃষক রবিউল ইসলাম হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মিঞাসহ ১৪ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গত রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.জাকারিয়া এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আব্দুল্লাহ রশিদ মিন্টু কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেছেন।

খুরশিদ আলম সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

জানা যায়, ২০০৬ সালের ১ জানুয়ারি সদর উপজেলার বিষয়খালী গ্রামের কৃষক রবিউল ইসলামকে তার বাড়ি থেকে খুরশিদ আলম মিঞাসহ একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। রবিউল বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। তখন তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করতে থাকে। পরে ওই বছরের ৪ এপ্রিল পার্শ্ববর্তী মহারাজপুর গ্রামের হুমাদার বিলের ঝিলেঘাটা এলাকা থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন বাদি হয়ে সদর থানায় খুরশিদ আলমকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর আলোচিত এই হত্যা মামলার রায় দেওয়ার কথা রয়েছে আদালতের।

আজকের প্রত্যাশা/কেএমএএ