ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

কামিন্সের নেতৃত্বের প্রশংসায় পন্টিং

  • আপডেট সময় : ০১:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে চিরচেনা দৃঢ়চরিত্রের অস্ট্রেলিয়ারই দেখা মিলেছে। তাতে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পেসার ও অধিনায়ক প্যাট কামিন্স। অজিদের চিরচেনা চরিত্র ফুটিয়ে তোলায় প্রশংসায় ভাসছেন তিনি। কামিন্স ছাড়া আরও চার অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে এই সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার কৃতিত্ব দেখিয়েছেন। তারা হলেন- অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। তাদের মধ্যে আবার রিকিং পন্টিং একমাত্র যিনি দুবার জিতেছেন বিশ্বকাপ। যার চোখে ফাইনালে কামিন্সের নেতৃত্ব ছিল নিখুঁত, ‘আমার মনে হয় তার নেতৃত্ব প্রায় নিখুঁত ছিল।’ পন্টিং স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কামিন্সের টস জিতে প্রথমে বোলিং নেওয়ার সাহসের প্রশংসা করেছেন, ‘যে কোনও অধিনায়কের জন্যই টস জিতে শুরুতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা ভীষণ সাহসী একটা কাজ। অস্ট্রেলিয়া হয়তো ভেবেছিল এই শুষ্ক উইকেটে শুরুতে ভালো বল করতে পারলে ভারতকে রুখে দেওয়া সম্ভব হবে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে। কিন্তু আমরা সবাই জানি সিদ্ধান্তটা ভুল হলে এবং পরাজিত হলে কী পরিণতি হতে পারতো। ফলে তার মতো তরুণ একজন অধিনায়কের ক্ষেত্রে অবশ্যই এটা বড় সিদ্ধান্ত ছিল।’ পন্টিংয়ের মতে, সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপে কামিন্সের নিতৃত্বগুণ আরও পরিণত হয়েছে। তার কথা, ‘আমার মনে হয় টুর্নামেন্টে ধীরে ধীরে তার নেতৃত্বগুণ ক্রমান্বয়ে ভালো থেকে আরও ভালো অবস্থায় পৌঁছেছে। বিশেষ করে যেভাবে বোলারদের ব্যবহার করেছে, কোহলি এবং রাহুলের বেলায় যেভাবে ফিল্ডিং সাজিয়েছে, সেটা ছিল অসাধারণ। তাই বলা যায় আবারও ফাইনালে অস্ট্রেলিয়া কাজ সমাপ্ত করার পথটা ঠিকঠাকভাবেই বের করে নিয়েছে।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

কামিন্সের নেতৃত্বের প্রশংসায় পন্টিং

আপডেট সময় : ০১:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে চিরচেনা দৃঢ়চরিত্রের অস্ট্রেলিয়ারই দেখা মিলেছে। তাতে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পেসার ও অধিনায়ক প্যাট কামিন্স। অজিদের চিরচেনা চরিত্র ফুটিয়ে তোলায় প্রশংসায় ভাসছেন তিনি। কামিন্স ছাড়া আরও চার অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে এই সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার কৃতিত্ব দেখিয়েছেন। তারা হলেন- অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। তাদের মধ্যে আবার রিকিং পন্টিং একমাত্র যিনি দুবার জিতেছেন বিশ্বকাপ। যার চোখে ফাইনালে কামিন্সের নেতৃত্ব ছিল নিখুঁত, ‘আমার মনে হয় তার নেতৃত্ব প্রায় নিখুঁত ছিল।’ পন্টিং স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কামিন্সের টস জিতে প্রথমে বোলিং নেওয়ার সাহসের প্রশংসা করেছেন, ‘যে কোনও অধিনায়কের জন্যই টস জিতে শুরুতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা ভীষণ সাহসী একটা কাজ। অস্ট্রেলিয়া হয়তো ভেবেছিল এই শুষ্ক উইকেটে শুরুতে ভালো বল করতে পারলে ভারতকে রুখে দেওয়া সম্ভব হবে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে। কিন্তু আমরা সবাই জানি সিদ্ধান্তটা ভুল হলে এবং পরাজিত হলে কী পরিণতি হতে পারতো। ফলে তার মতো তরুণ একজন অধিনায়কের ক্ষেত্রে অবশ্যই এটা বড় সিদ্ধান্ত ছিল।’ পন্টিংয়ের মতে, সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপে কামিন্সের নিতৃত্বগুণ আরও পরিণত হয়েছে। তার কথা, ‘আমার মনে হয় টুর্নামেন্টে ধীরে ধীরে তার নেতৃত্বগুণ ক্রমান্বয়ে ভালো থেকে আরও ভালো অবস্থায় পৌঁছেছে। বিশেষ করে যেভাবে বোলারদের ব্যবহার করেছে, কোহলি এবং রাহুলের বেলায় যেভাবে ফিল্ডিং সাজিয়েছে, সেটা ছিল অসাধারণ। তাই বলা যায় আবারও ফাইনালে অস্ট্রেলিয়া কাজ সমাপ্ত করার পথটা ঠিকঠাকভাবেই বের করে নিয়েছে।’