নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে মিজান টাওয়ারের একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তুর সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।
গতকাল বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তু রয়েছে এমন একটি মেসেজ আসে আমাদের কাছে। এরপর দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। তারা ঘটনাস্থলে কাজ করছে। এ বিষয়ে ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমা বলেন, কল্যাণপুরে একটি ফ্ল্যাটে বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে জানার পর ঘটনাস্থলে সিটিটিসির একটি টিম আমরা পাঠিয়েছে। এ ব্যাপারে এখনই বিস্তারিত বলতে পারছি না।
কল্যাণপুর মিজান টাওয়ারে বোমা, পুলিশের অভিযান
জনপ্রিয় সংবাদ