Read Time:1 Minute, 16 Second
নিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয়ভাবে কম্পিউটার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বা উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেয়া হয়েছে। কম্পিউটার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালসমূহ হলো- কপার ওয়ার; জাম্পার ওয়্যার, এলুমিনিয়াম ফয়েল, সোল্ডার টিনবার, সোল্ডারিং ওয়ার, সোল্ডার লিডবার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আনএক্সপোজড ফটো সেনসিটিভ হ্যান্ড ইমুলসন ফিল্ম, এইচএএসএল ফ্লাক্স, সোল্ডার পেস্ট, সোল্ডারিং ফ্লাক্স, সোল্ডারিং ক্লিনার, রিডিউসার (প্রিন্টিং ইনক্রিজ রিডিউসার), সিরামিক ডায়াইলেক্ট্রিক সিঙ্গেল লেয়ার ক্যাপাসিটর, সেরামিক ডায়াএলেক্ট্রিক মাল্টি লেয়ার ক্যাপাসিটর এবং অ্যালোমিনিয়াম ইলেকট্রিক ক্যাপাসিটরের আমদানিতে রেয়াতি সুবিধা দেয়া হয়েছে।