ক্রীড়া ডেস্ক: ভবিষ্যৎ নেতৃত্বের বিবেচনায় যেন এক ধাপ এগোলেন তাওহিদ হৃদয়। পাকিস্তান সফরের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তরুণ ব্যাটসম্যান। আর লাল বলের দায়িত্ব পেলেন এনামুল হক। আনুষ্ঠানিক বিবৃতিতে বুধবার এই খবর জানিয়েছে বিসিবি। এর আগের দিন দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচের জন্য ২৩ ক্রিকেটার নিয়ে তিনটি আলাদা দল ঘোষণা করেছিল তারা। বয়সভিত্তিক ক্রিকেটে লম্বা সময় অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে হৃদয়ের। জাতীয় দলে অভিষেকের পর দ্বিতীয় বছরেই এবার তিনি পেলেন ‘এ’ দলের দায়িত্ব।
গত বছরের মার্চে ওয়ানডে অভিষেক হয় হৃদয়ের। এখন পর্যন্ত ৩০ ম্যাচের ২৬ ইনিংসে তার সংগ্রহ ৮৪৮ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯১ ম্যাচে ৪৮ গড়ে তিনি করেছেন ৩ হাজার ২৪ রান। লাল বলের অধিনায়কত্ব পাওয়া এনামুলের প্রথম শ্রেণির ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ১১৭ ম্যাচে ২৩ সেঞ্চুরিসহ ৪৪.১৮ গড়ে তিনি করেছেন ৮ হাজার ১৭৪ রান। পাকিস্তান সফরে এনামুলের অধিনায়কত্বেই দ্বিতীয় চার দিনের ম্যাচটি খেলবেন হৃদয়। পরে হৃদয়ের নেতৃত্বে ওয়ানডে সিরিজ খেলবেন এনামুল। দুই সিরিজের পাঁচ ম্যাচের দলেই আছেন এনামুলসহ সাত ক্রিকেটার- মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, তানভির ইসলাম, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া। প্রথম চার দিনের ম্যাচে রাখা হয়েছে টেস্ট দলের নিয়মিত মুখ মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন, নাঈম হাসান ও হাসান মাহমুদকে। আগামী ৬ অগাস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। ইসলামাবাদে ১০ অগাস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। একই মাঠে পরের চার দিনের ম্যাচটি শুরু হবে ১৭ অগাস্ট। পরে ২৩, ২৫ ও ২৭ অগাস্ট ইসলামাবাদেই হবে এক দিনের ম্যাচ তিনটি।