ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

এবার হাসপাতালে ডেঙ্গু রোগী ৬০ হাজার ছাড়ালো

  • আপডেট সময় : ০৮:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৭৪ জন। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও চার জনের। মশাবাহিত এ রোগে এ বছর মোট ২৯০ জনের মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪১৫ জন, ঢাকা বিভাগে ২২১ জন, ময়মনসিংহে ৪৪ জন, চট্টগ্রামে ১৩২ জন, খুলনায় ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ৯৪ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন। যারা মারা গেছেন, তাদের দুজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একজন ঢাকা বিভাগ এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশ এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (৩০ অক্টোবর) পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৬ হাজার ৫৭৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৯৬৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯৫২ জন; আর ২০১৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩৫ হাজার ২৫৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৩১৭ জন। অক্টোবরের ৩০ দিনে ২৯ হাজার ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১২৭ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

এবার হাসপাতালে ডেঙ্গু রোগী ৬০ হাজার ছাড়ালো

আপডেট সময় : ০৮:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৭৪ জন। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও চার জনের। মশাবাহিত এ রোগে এ বছর মোট ২৯০ জনের মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪১৫ জন, ঢাকা বিভাগে ২২১ জন, ময়মনসিংহে ৪৪ জন, চট্টগ্রামে ১৩২ জন, খুলনায় ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ৯৪ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন। যারা মারা গেছেন, তাদের দুজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একজন ঢাকা বিভাগ এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশ এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (৩০ অক্টোবর) পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৬ হাজার ৫৭৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৯৬৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯৫২ জন; আর ২০১৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩৫ হাজার ২৫৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৩১৭ জন। অক্টোবরের ৩০ দিনে ২৯ হাজার ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১২৭ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।