নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। প্রথমে এতে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী যোগ দিলেও সোমবার থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে। আর গতকাল মঙ্গলবার বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গেছে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরও। রাজধানী ছাড়াও দেশে বিভিন্ন স্থানে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের রাস্তায় নামার খবর পাওয়া গেছে। স্কুল-কলেজের প্রধান শিক্ষকরা বলছেন, মূলত স্কুল শেষে তারা বাসায় ফেরায় পথে এ আন্দোলনে নামে। স্কুল থেকে সকল অভিভাবকদের শিক্ষার্থীদের এ আন্দোলন বিরত রাখতে বলা হচ্ছে। দুপুরে বেইলি রোডে সড়কে অবস্থান নেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীরা। মতিঝিলে শাপলা চত্বর মোড়ে অবস্থান নেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এতে কার্যত অচল হয়ে পড়ে ব্যাংক পাড়া হিসেবে খ্যাত মতিঝিল এলাকা। দুপুর সাড়ে ১২টার পর শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। এ ছাড়া মিরপুর-১৪ নম্বরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, বিএএফ শাহীন কলেজ ও নৌবাহিনী কলেজের শিক্ষার্থীদের দেখা গেছে। তাদের সঙ্গে আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও যোগ দেন।
ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ক্লাস হয়েছে। শিক্ষার্থীরা বাড়ি ফেরার সময় বেইলি রোডে অবস্থান নেয়। পরে তাদের বুঝিয়ে বাড়ি পাঠানো হয়। তিনি আরও বলেন, আমরা অভিভাবকদের এসএমএস করে এই আন্দোলনে যাতে তাদের সন্তানরা না যায় সেদিকে খেয়াল রাখতে বলেছি।