ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

একসঙ্গে পরীক্ষা দিয়ে বাবা পাস, ছেলে ফেইল

  • আপডেট সময় : ১২:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • ৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : লেখাপড়ার কোনো বয়স নেই। যে কেউ যে কোনো বয়সেই লেখাপড়া চালিয়ে যেতে পারেন। ভারতের কেরালা রাজ্যের কাত্যায়নী আম্মা ২০১৮ সালে ৯৬ বছর বয়সে শারীরিক প্রতিকূলতাকে জয় করে পড়াশোনা শুরু করেছিলেন। শুধু তাই নয়, পরীক্ষা দিয়ে পাসও করেছিলেন।
পড়াশোনার ক্ষেত্রে বয়স যে কোনো বাধা নয়, তা আবারও প্রমাণিত হলো। মহারাষ্ট্রের পুণে শহরের বাসিন্দা ভাস্কর ওয়াঘমার এবার এসএসসি পরীক্ষায় পাস করেছেন। ছোট ছেলের সঙ্গে এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৩ বছর বয়সী এই ব্যক্তি। তবে পরীক্ষায় তিনি পাস করতে পারলেও তার ছেলে কৃতকার্য হয়নি।
ভাস্কর ওয়াঘমার জানিয়েছেন, পড়াশোনা করার প্রবল ইচ্ছা ছিল তার। কিন্তু সংসারে দায়িত্ব নেওয়ার পর সপ্তম শ্রেণির পর আর পড়াশোনা করতে পারেননি তিনি। পড়াশোনা ছেড়ে কাজে ঢুকতে বাধ্য হয়েছিলেন। কিন্তু পড়াশোনার সুপ্ত বাসনা মনের মধ্যে সব সময়ই ছিল। সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। দীর্ঘ ৩০ বছর পর সেই সুযোগ এলো। বাবা নয়, সহপাঠী হিসেবেই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বোর্ড পরীক্ষায় অংশ নেন ভাস্কর। তিনি বলেন, ইচ্ছা থাকলেও পারিবারিক দায়িত্বের কারণে পড়াশোনার সুযোগ হয়ে ওঠেনি। তবে নতুন করে শুরু করার ইচ্ছা থেকেই পড়াশোনা শুরু করেছিলাম। এখন আমার ছেলের জন্য চিন্তা হচ্ছে। ও পাস করলে আরও বেশি আনন্দ পেতাম। ও আমাকে পড়াশোনা করতে খুবই সাহায্য করেছিল। ছেলে সাহিলের গলায় কিন্তু অন্য সুর। সে জানিয়েছে, নিজে পাস করতে না পারলেও বাবার পাসের খবরে সে খুব খুশি। পরবর্তীতে তার বাবা যদি আরও পড়তে চান, তাহলে সে সাহায্য করবে বলেও জানিয়েছে। নিজেও হাল ছাড়বে না এই কিশোর। পরের বার পরীক্ষা দিয়ে যেন পাস করতে পারে সেই চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে পরীক্ষা দিয়ে বাবা পাস, ছেলে ফেইল

আপডেট সময় : ১২:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২

প্রত্যাশা ডেস্ক : লেখাপড়ার কোনো বয়স নেই। যে কেউ যে কোনো বয়সেই লেখাপড়া চালিয়ে যেতে পারেন। ভারতের কেরালা রাজ্যের কাত্যায়নী আম্মা ২০১৮ সালে ৯৬ বছর বয়সে শারীরিক প্রতিকূলতাকে জয় করে পড়াশোনা শুরু করেছিলেন। শুধু তাই নয়, পরীক্ষা দিয়ে পাসও করেছিলেন।
পড়াশোনার ক্ষেত্রে বয়স যে কোনো বাধা নয়, তা আবারও প্রমাণিত হলো। মহারাষ্ট্রের পুণে শহরের বাসিন্দা ভাস্কর ওয়াঘমার এবার এসএসসি পরীক্ষায় পাস করেছেন। ছোট ছেলের সঙ্গে এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৩ বছর বয়সী এই ব্যক্তি। তবে পরীক্ষায় তিনি পাস করতে পারলেও তার ছেলে কৃতকার্য হয়নি।
ভাস্কর ওয়াঘমার জানিয়েছেন, পড়াশোনা করার প্রবল ইচ্ছা ছিল তার। কিন্তু সংসারে দায়িত্ব নেওয়ার পর সপ্তম শ্রেণির পর আর পড়াশোনা করতে পারেননি তিনি। পড়াশোনা ছেড়ে কাজে ঢুকতে বাধ্য হয়েছিলেন। কিন্তু পড়াশোনার সুপ্ত বাসনা মনের মধ্যে সব সময়ই ছিল। সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। দীর্ঘ ৩০ বছর পর সেই সুযোগ এলো। বাবা নয়, সহপাঠী হিসেবেই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বোর্ড পরীক্ষায় অংশ নেন ভাস্কর। তিনি বলেন, ইচ্ছা থাকলেও পারিবারিক দায়িত্বের কারণে পড়াশোনার সুযোগ হয়ে ওঠেনি। তবে নতুন করে শুরু করার ইচ্ছা থেকেই পড়াশোনা শুরু করেছিলাম। এখন আমার ছেলের জন্য চিন্তা হচ্ছে। ও পাস করলে আরও বেশি আনন্দ পেতাম। ও আমাকে পড়াশোনা করতে খুবই সাহায্য করেছিল। ছেলে সাহিলের গলায় কিন্তু অন্য সুর। সে জানিয়েছে, নিজে পাস করতে না পারলেও বাবার পাসের খবরে সে খুব খুশি। পরবর্তীতে তার বাবা যদি আরও পড়তে চান, তাহলে সে সাহায্য করবে বলেও জানিয়েছে। নিজেও হাল ছাড়বে না এই কিশোর। পরের বার পরীক্ষা দিয়ে যেন পাস করতে পারে সেই চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সে।