The Daily Ajker Prottasha

একদিনে হাসপাতালে ১১৬ ডেঙ্গু রোগী, বছরের সর্বোচ্চ

0 0
Read Time:2 Minute, 44 Second

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গত এক দিনে ১১৬ জন রোগী ভর্তি হয়েছেন; যা ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর হিসাবে এ বছরের সর্বোচ্চ।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে জানানো হয়, ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর মধ্যে ৭০ জন ঢাকার। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন রোগী। এইডিশ মশাবাহিত এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত একদিনে ঢাকার বাইরে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৯ জন চট্টগ্রাম বিভাগের। তাদের ৩৭ জন কক্সবাজার এবং দুইজন ব্রাহ্মণবাড়িয়া জেলার। এছাড়া ময়মনসিংহ বিভাগে একজন, খুলনায় তিনজন এবং বরিশালে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৮৭ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার রোগী ৩১৪ জন।
বর্ষাকাল এলেই ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার উৎপাত বাড়ে। এসময় এই মশার দংশনে আক্রান্ত হয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা গত কয়েকবছর ধরে বাড়ছে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুও হচ্ছে অনেকের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অগাস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা তিন হাজার ৭৫৯ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৫৭১ জনই ভর্তি হয়েছেন বর্ষার শুরুর পর জুলাই মাসে। অগাস্টের প্রথম ১৪ দিনে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯ জন। এ পর্যন্ত যে ১৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নয়জনই মারা গেছেন জুলাই মাসে। জুনে একজনের মৃত্যু হয়েছিল, যা এ বছরের প্রথম। আর অগাস্টে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় জনের। ২০২১ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত দেশে ২৮ হাজার ৩৯৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যাদের মধ্যে মৃত্যু হয় ১০৪ জনের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.