ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

এআইইউবিতে এইউএপি প্রতিনিধি দলের সমঝোতা স্মারক

  • আপডেট সময় : ১২:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৩৫ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) প্রতিনিধিদল ১৬ নভেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন। এছাড়া এইউএপির প্রতিনিধি প্রতিষ্ঠান ও এআইইউবির মধ্যে উচ্চশিক্ষা কার্যক্রমের আওতায় বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) প্রতিনিধিদলে সাউথভিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসআইএসসি, ফিলিপাইন) প্রতিনিধিত্ব করেন এসআইএসসির প্রধান নির্বাহী উপদেষ্টা এবং সাউথভিল গ্লোবাল এডুকেশন নেটওয়ার্কের (এসজিইএন) চেয়ারম্যান ড. জেনেভিভ লেডেসমা-লরেল। ভার্জেন মিলাগ্রোসা ইউনিভার্সিটি ফাউন্ডেশন (ভিএমইউএফ, ফিলিপাইন) এর প্রতিনিধিত্ব করেন ভিএমইউএফ-এর ফাইন্যান্সের ভাইস প্রেসিডেন্ট ড. অ্যাঞ্জেলিন মে পি. জুয়ান এবং ভিএমইউএফ-এর কলেজ অফ এডুকেশনের ডিন ড. ডুলস মেরি বি. সোলিস। আওয়ার লেডি অব ফাতিমা ইউনিভার্সিটি (ওএলএফইউ, ফিলিপাইন) এর প্রতিনিধিত্ব করেন ওএলএফইউ এর গ্র্যাজুয়েট স্কুলের সহকারী ডিন ড. রোদেহলিয়া এম. লেগাস্টো-ম্যাকাসপাক। সান পেড্রো কলেজ (এসপিসি , ফিলিপাইন) এর প্রতিনিধিত্ব করেন এসপিসির আইসিটি সেন্টারের পরিচালক প্রকৌশলী আইরিন পি. জামোরা এবং এসপিসির তথ্য ব্যবস্থা বিশ্লেষক জন পল সি সিলভা।
এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান ইশতিয়াক আবেদিনের উপস্থিতিতে ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড. লামাগনা এআইইউবির পক্ষে এবং এইউএপির প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়া আলোচনা অনুষ্ঠানে অংশ নেন লাইসিয়াম অব দ্যা ফিলিপাইনস ইউনিভার্সিটি (এলপিইউ, ফিলিপাইন) এর প্রেসিডেন্ট ডক্টর পিটার পি লরেল এবং সেন্টার ফর টেকনিক্যাল অ্যান্ড হায়ার এডুকেশন বিশ্ববিদ্যালয় (সিইটিওয়াইএস, মেক্সিকো) এর ভাইস প্রেসিডেন্ট ড. ফার্নান্দো লিওন গার্সিয়া এবং সিইটিওয়াইএস বিশ্ববিদ্যালয়ের চিফ ইন্টারন্যাশনাল অফিসার প্রফেসর ড. স্কট ভেনেজিয়া। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এইউএপি এর মহাসচিব অধ্যাপক ড. রিকার্ডো পি. পামা, নির্বাহী সচিব মিসেস সুপাপোর্ন চুয়াংচিড এবং প্রশাসনিক কর্মকর্তা জনাব কৃত্তিফাত্তারাফং পুনসুচার্ট ও এইউএপি সচিবালয়ের সদস্যরা, এআইইউবির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। প্রতিনিধি দলটি ক্যাম্পাস পরিদর্শন ছাড়াও শিক্ষার্থীদের উন্নয়নমূলক কর্মকান্ড, গবেষণাপত্র, পাঠ্যক্রম উন্নয়ন এবং বৈশ্বিক মেধা বিনিময়ের উদ্যোগের উপর গঠনমূলক আলোচনা হয় যেখানে তরুণ শিক্ষার্থীরা তাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে উচ্চ শিক্ষার সম্ভাবনাকে গতিশীল করার ক্ষেত্রে অগ্রসর ভূমিকা পালন করবে। বিদ্যমান সমঝোতার অধীনে নিজ নিজ প্রতিষ্ঠানগুলোর মধ্যে উচ্চশিক্ষায় ভবিষ্যত দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এআইইউবিতে এইউএপি প্রতিনিধি দলের সমঝোতা স্মারক

আপডেট সময় : ১২:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) প্রতিনিধিদল ১৬ নভেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন। এছাড়া এইউএপির প্রতিনিধি প্রতিষ্ঠান ও এআইইউবির মধ্যে উচ্চশিক্ষা কার্যক্রমের আওতায় বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) প্রতিনিধিদলে সাউথভিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসআইএসসি, ফিলিপাইন) প্রতিনিধিত্ব করেন এসআইএসসির প্রধান নির্বাহী উপদেষ্টা এবং সাউথভিল গ্লোবাল এডুকেশন নেটওয়ার্কের (এসজিইএন) চেয়ারম্যান ড. জেনেভিভ লেডেসমা-লরেল। ভার্জেন মিলাগ্রোসা ইউনিভার্সিটি ফাউন্ডেশন (ভিএমইউএফ, ফিলিপাইন) এর প্রতিনিধিত্ব করেন ভিএমইউএফ-এর ফাইন্যান্সের ভাইস প্রেসিডেন্ট ড. অ্যাঞ্জেলিন মে পি. জুয়ান এবং ভিএমইউএফ-এর কলেজ অফ এডুকেশনের ডিন ড. ডুলস মেরি বি. সোলিস। আওয়ার লেডি অব ফাতিমা ইউনিভার্সিটি (ওএলএফইউ, ফিলিপাইন) এর প্রতিনিধিত্ব করেন ওএলএফইউ এর গ্র্যাজুয়েট স্কুলের সহকারী ডিন ড. রোদেহলিয়া এম. লেগাস্টো-ম্যাকাসপাক। সান পেড্রো কলেজ (এসপিসি , ফিলিপাইন) এর প্রতিনিধিত্ব করেন এসপিসির আইসিটি সেন্টারের পরিচালক প্রকৌশলী আইরিন পি. জামোরা এবং এসপিসির তথ্য ব্যবস্থা বিশ্লেষক জন পল সি সিলভা।
এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান ইশতিয়াক আবেদিনের উপস্থিতিতে ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড. লামাগনা এআইইউবির পক্ষে এবং এইউএপির প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়া আলোচনা অনুষ্ঠানে অংশ নেন লাইসিয়াম অব দ্যা ফিলিপাইনস ইউনিভার্সিটি (এলপিইউ, ফিলিপাইন) এর প্রেসিডেন্ট ডক্টর পিটার পি লরেল এবং সেন্টার ফর টেকনিক্যাল অ্যান্ড হায়ার এডুকেশন বিশ্ববিদ্যালয় (সিইটিওয়াইএস, মেক্সিকো) এর ভাইস প্রেসিডেন্ট ড. ফার্নান্দো লিওন গার্সিয়া এবং সিইটিওয়াইএস বিশ্ববিদ্যালয়ের চিফ ইন্টারন্যাশনাল অফিসার প্রফেসর ড. স্কট ভেনেজিয়া। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এইউএপি এর মহাসচিব অধ্যাপক ড. রিকার্ডো পি. পামা, নির্বাহী সচিব মিসেস সুপাপোর্ন চুয়াংচিড এবং প্রশাসনিক কর্মকর্তা জনাব কৃত্তিফাত্তারাফং পুনসুচার্ট ও এইউএপি সচিবালয়ের সদস্যরা, এআইইউবির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। প্রতিনিধি দলটি ক্যাম্পাস পরিদর্শন ছাড়াও শিক্ষার্থীদের উন্নয়নমূলক কর্মকান্ড, গবেষণাপত্র, পাঠ্যক্রম উন্নয়ন এবং বৈশ্বিক মেধা বিনিময়ের উদ্যোগের উপর গঠনমূলক আলোচনা হয় যেখানে তরুণ শিক্ষার্থীরা তাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে উচ্চ শিক্ষার সম্ভাবনাকে গতিশীল করার ক্ষেত্রে অগ্রসর ভূমিকা পালন করবে। বিদ্যমান সমঝোতার অধীনে নিজ নিজ প্রতিষ্ঠানগুলোর মধ্যে উচ্চশিক্ষায় ভবিষ্যত দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।