ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উরুগুয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত কলম্বিয়া

  • আপডেট সময় : ১১:১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: অজেয় যাত্রা অক্ষুণ্ণ রাখার অভিযানে কলম্বিয়ার সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। শেষ চারের ম্যাচে তাদের মোকাবিলা দারুণ ছন্দে থাকা উরুগুয়ের বিপক্ষে। ম্যাচটি যে কঠিন হতে চলেছে জানেন নেস্তর লরেন্সো। তবে এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার কথাই বললেন কলম্বিয়া কোচ। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে কোপা আমেরিকায় তৃতীয়বার ফাইনাল খেলার অভিযানে উরুগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া। জয় পেলেই ২০০১ সালের পর আবার শিরোপার মঞ্চে নাম লেখাবে ২৭ ম্যাচ ধরে অপরাজিত থাকা দলটি। তবে চ্যালেঞ্জটা বেশ কঠিন। গ্রুপ পর্বের তিন ম্যাচে ৯ গোল করা উরুগুয়েকে হারাতে হবে তাদের। শেষ আটের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে সেমি-ফাইনালের টিকেট পেয়েছে উরুগুয়ে।
মাঠের খেলার ধরন ও মান বিবেচনায়ও টুর্নামেন্টে সার্বিকভাবে সেরাদের মধ্যেই থাকবে কলম্বিয়া ও উরুগুয়ে। তাই দুই দলের ফাইনালে ওঠার লড়াইটি ছড়াচ্ছে বাড়তি উত্তাপ। এর আঁচ লাগছে ফুটবলার, টিম ম্যানেজমেন্টের গায়েও। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের আভাস দিয়ে রাখলেন লরেন্সো। “আমি জানি না, এই দুটি দলই টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা ফুটবল খেলেছি কিনা। তবে আমি মনে করি, এই দুইটি দল সম্ভাবনার কথা বলে, নিষ্ক্রিয় থাকে না এবং মাঠে নেমে জয়ের চেষ্টা করে। তাই আগামীকাল এটি ভালো একটি প্রদর্শনী হবে।” উরুগুয়ের শক্তি-সামর্থ্য সম্পর্কে জ্ঞান রেখেই কঠিন লড়াই জেতার প্রত্যয় কলম্বিয়া কোচের। “উরুগুয়ে দলে দারুণ মানসম্পন্ন ও বড় বড় ক্লাবে খেলা ফুটবলাররা আছে। তারা সবসময়ই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেরার পেছনে ছোটে। আমি মনে করি এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা ও ভালো খেলা।” “ম্যাচটি কঠিন যুদ্ধের হতে চলেছে। তবে আমরা ঠিক সেদিকেই তাকিয়ে আছি।”

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত প্রক্রিয়ায় গুরুত্বারোপ

উরুগুয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত কলম্বিয়া

আপডেট সময় : ১১:১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

ক্রীড়া ডেস্ক: অজেয় যাত্রা অক্ষুণ্ণ রাখার অভিযানে কলম্বিয়ার সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। শেষ চারের ম্যাচে তাদের মোকাবিলা দারুণ ছন্দে থাকা উরুগুয়ের বিপক্ষে। ম্যাচটি যে কঠিন হতে চলেছে জানেন নেস্তর লরেন্সো। তবে এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার কথাই বললেন কলম্বিয়া কোচ। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে কোপা আমেরিকায় তৃতীয়বার ফাইনাল খেলার অভিযানে উরুগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া। জয় পেলেই ২০০১ সালের পর আবার শিরোপার মঞ্চে নাম লেখাবে ২৭ ম্যাচ ধরে অপরাজিত থাকা দলটি। তবে চ্যালেঞ্জটা বেশ কঠিন। গ্রুপ পর্বের তিন ম্যাচে ৯ গোল করা উরুগুয়েকে হারাতে হবে তাদের। শেষ আটের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে সেমি-ফাইনালের টিকেট পেয়েছে উরুগুয়ে।
মাঠের খেলার ধরন ও মান বিবেচনায়ও টুর্নামেন্টে সার্বিকভাবে সেরাদের মধ্যেই থাকবে কলম্বিয়া ও উরুগুয়ে। তাই দুই দলের ফাইনালে ওঠার লড়াইটি ছড়াচ্ছে বাড়তি উত্তাপ। এর আঁচ লাগছে ফুটবলার, টিম ম্যানেজমেন্টের গায়েও। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের আভাস দিয়ে রাখলেন লরেন্সো। “আমি জানি না, এই দুটি দলই টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা ফুটবল খেলেছি কিনা। তবে আমি মনে করি, এই দুইটি দল সম্ভাবনার কথা বলে, নিষ্ক্রিয় থাকে না এবং মাঠে নেমে জয়ের চেষ্টা করে। তাই আগামীকাল এটি ভালো একটি প্রদর্শনী হবে।” উরুগুয়ের শক্তি-সামর্থ্য সম্পর্কে জ্ঞান রেখেই কঠিন লড়াই জেতার প্রত্যয় কলম্বিয়া কোচের। “উরুগুয়ে দলে দারুণ মানসম্পন্ন ও বড় বড় ক্লাবে খেলা ফুটবলাররা আছে। তারা সবসময়ই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেরার পেছনে ছোটে। আমি মনে করি এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা ও ভালো খেলা।” “ম্যাচটি কঠিন যুদ্ধের হতে চলেছে। তবে আমরা ঠিক সেদিকেই তাকিয়ে আছি।”