ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

উত্তর কোরিয়াকে প্রতিরোধে ৩ টনের ভয়ঙ্কর মিসাইল বানাচ্ছে দক্ষিণ কোরিয়া

  • আপডেট সময় : ১১:০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ১১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া এবার উত্তর কোরিয়াকে প্রতিরোধ করতে তিন টন বিস্ফোরকবাহী ভয়ঙ্কর মিসাইল বানাচ্ছে বলে জানা গেছে। নতুন এই ক্ষেপণাস্ত্র বর্তমানে উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মিসাইলটি ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার দূরপাল্লার। এই ক্ষেপণাস্ত্র মাটির নিচের স্থাপনা ধ্বংস করতে কার্যকর হবে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। এতে বলা হয়েছে, নিজেদের প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে নতুন বাজেট প্রস্তাব প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। ২০২২ থেকে ২০২৬ সালের প্রতিরক্ষা ব্লু-প্রিন্টে উল্লেখ করা হয়েছে, তারা বর্ধিত ধ্বংসক্ষমতার মিসাইল বানাবে।
যদিও এই শক্তিশালী মিসাইল নিয়ে এখনো মুখ খুলেনি কিমের দেশ উত্তর কোরিয়া। উল্লেখ্য, দুই কোরিয়ার মধ্যে একধরনের ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা চলছেই। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র উন্নয়নে সমস্ত দ্বিপাক্ষিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এই প্রতিযোগিতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উত্তর কোরিয়াকে প্রতিরোধে ৩ টনের ভয়ঙ্কর মিসাইল বানাচ্ছে দক্ষিণ কোরিয়া

আপডেট সময় : ১১:০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া এবার উত্তর কোরিয়াকে প্রতিরোধ করতে তিন টন বিস্ফোরকবাহী ভয়ঙ্কর মিসাইল বানাচ্ছে বলে জানা গেছে। নতুন এই ক্ষেপণাস্ত্র বর্তমানে উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মিসাইলটি ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার দূরপাল্লার। এই ক্ষেপণাস্ত্র মাটির নিচের স্থাপনা ধ্বংস করতে কার্যকর হবে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। এতে বলা হয়েছে, নিজেদের প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে নতুন বাজেট প্রস্তাব প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। ২০২২ থেকে ২০২৬ সালের প্রতিরক্ষা ব্লু-প্রিন্টে উল্লেখ করা হয়েছে, তারা বর্ধিত ধ্বংসক্ষমতার মিসাইল বানাবে।
যদিও এই শক্তিশালী মিসাইল নিয়ে এখনো মুখ খুলেনি কিমের দেশ উত্তর কোরিয়া। উল্লেখ্য, দুই কোরিয়ার মধ্যে একধরনের ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা চলছেই। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র উন্নয়নে সমস্ত দ্বিপাক্ষিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এই প্রতিযোগিতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।